@asrafulkhan356: #lifestory #sadstory স্টোরি: জীবনের প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জগুলো কখনো কখনো পাহাড় সমান মনে হয়। অফিসের কাজ, পড়াশোনা, পরিবারের চাহিদা আর নিজের স্বপ্ন—সব মিলে যেন একটা অদৃশ্য দৌড়। মাঝে মাঝে মনে হয়, এই সামান্যটুকুতেই আমি ক্লান্ত। আজকের দিনটা যেন অন্যরকম। সকাল থেকেই মনের মধ্যে একটা অস্বস্তি। কাজ করতে গিয়ে বারবার মনে হলো, হয়তো একটু থামতে পারলে ভালো লাগতো। কিন্তু থামার সময় কোথায়? চারপাশের সবাই দৌড়াচ্ছে, আমিও যেন সেই ছন্দে আটকে আছি। এতকিছুর পরেও সন্ধ্যায় নিজের জন্য একটু সময় বের করলাম। জানালার পাশে বসে, কফির মগ হাতে নিয়ে, জীবনের এই ক্লান্তিটাকে বুঝতে চেষ্টা করলাম। আসলেই কি ক্লান্ত আমি, নাকি নিজের সঙ্গে একটু সময় কাটানোর অভাব? জীবনের এই ছোট ছোট থেমে যাওয়ার মুহূর্তগুলো হয়তো আমাদের শেখায় যে, ক্লান্ত হওয়া মানেই দুর্বল হওয়া নয়। বরং ক্লান্তি আমাদের মনে করিয়ে দেয়, আমরা মানুষ। আমাদের সীমাবদ্ধতা আছে, এবং সেই সীমাবদ্ধতার মাঝেই আমাদের ভালো থাকতে শিখতে হবে। আপনার ক্লান্তির মুহূর্তগুলো কেমন? নিজেকে সময় দিন, কারণ জীবনের দৌড়ে থামতে জানাটাও একধরনের আর্ট।
AsrafulKhan
Region: BD
Tuesday 31 December 2024 08:49:11 GMT
Music
Download
Comments
الحوت الازرق :
🥰🥰🥰
2024-12-31 11:37:39
0
To see more videos from user @asrafulkhan356, please go to the Tikwm
homepage.