@salihat990: জানেন ভাই! আমার স্ত্রী আমার থেকে আরো ব্যাটার কাউকে ডিজার্ভ করে। আমি লজ্জিত যে আমার একটা সময়ের পর মনে হতে লাগলো কীভাবে সম্ভব এমন একজন সঙ্গী আমি কোনো দো'আ ছাড়াই পেয়ে গেলাম? আমার জীবনে এমন তো কোনো ভালো কাজ করিনি যার বিনিময়ে রব আমাকে হাদিয়া দিয়েছেন। যত প্রকার বেলেলেপনা আছে সব আমার মধ্যে বিদ্যমান ছিলো। আমি ভেতরে ভেতরে খুবই গিল্টি ফিল করতে লাগলাম। প্রতিজ্ঞা করলাম নাহ আর এভাবে চলা যাবেনা, না হলে আমার স্ত্রীর সাথে অন্যায় হয়ে যাবে। ভাবতে লাগলাম যদি আমি সঠিক পথে না আসি আর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাকে আমার থেকে ছিনিয়ে নেন। আর...! নাহ আমি আর কল্পনা করতে পারছিনা। তাকে কোনোভাবেই হারাতে পারবোনা কথাটি বলেই সে হু হু করে কাঁদতে লাগলো। : আমি উনার কাঁধে হাত রাখলাম। বললাম, এখন তো তওবা করে ফিরেছেন। আল্লাহ ক্ষমাশীল। আর আপনি সত্যিই ভাগ্যবান যে এমন পরহেজগার জীবনসঙ্গী পেয়েছেন। রুমাল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো ভাই জানেন, আমি প্রথম প্রথম তাকে মানতে পারিনি। রাত করে ঘরেফিরতাম, অনেক জুলুম করেছি।নতুন বউয়ের গায়েও হাত তুলেছি যেন সে আমাকে ছেড়ে দেয়। আমি যতবার আঘাত দিয়েছি সে কাঁটার বিপরীতে ফুল দিয়েছে। ব্যথা তার অথচ ঔষধটা আমার শীরের পড়েছে। কীভাবে জানেন? একবার আমার কয়েকজন বন্ধুরা এসেছিল মেঘলাকে দেখতে। সে বুড়িদের মতো সমস্ত শরীর কালো কাপড়ে প্যাকেট করে এসেছিল। আমার বন্ধুরা অপমানে সেদিন চলে গিয়েছিল। নিজেকে স্থির রাখতে পারিনি। বেল্ট দিয়ে অনেক মেরেছিলাম। শরীর ক্লান্ত হয়ে আসায় তাকে ছেড়ে দিয়েছি। তারপর আর কিছু মনে নেই। আমার ঘুম ভাঙে শেষ রাতে। তখন শীতকাল। দীর্ঘায়িত রাত। কারো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আমার কানে আসতেছিল। চট করে উঠে বসি। সামনে তাকাতেই দেখি আমার স্ত্রী ব্যথাতুর শরীর নিয়ে সিজদাহ্ তে লুটিয়ে পড়েছে। কাঁদছে আর কি যেন বিড়বিড় করে বলছে। আমি মনোযোগ দিলাম সেদিকে। জানিনা আমার কি হলো? আমার মনে হলো কি বলছে এতো রাতে আল্লাহর কাছে? ভয় হতে লাগলো। আচ্ছা সেকি আল্লাহর কাছে আমার নামে নালিশ করছে। ফাঁকা ঢুক গিলে এগিয়ে গেলাম তার কাছে। সে এতো কাঁদছে যে অজান্তেই আমার চোখে পানি চলে আসলো। আমি নিজের চোখের পানিকে ধরে রাখতে পারছিনা। আমার স্ত্রী আমার হেদায়েতের জন্য আল্লাহর দো'আ চাচ্ছে বার বার। আমাকে কেউ এতো ভালোবাসে, সিজদাতে কেউ এভাবে চাইতে পারে? আমি কারো কাছে এতো প্রিয়জানা ছিলনা। আমার ভিতরে কি চলছিলো তখন বলে বুঝাতে পারবোনা। আমি আজকে থেকে নিজেকে পরিবর্তন করতে না পারলে হয়তো আল্লাহ কে যদি মেঘলা 'কেন' এর প্রশ্ন তুলে ধরে যে এমন স্বামী তিনি কেন দিলেন? কই এই পঁচিশ বছরের জীবনে সবাই কতকিছুই আমার থেকে প্রত্যাশা করেছে যার সবটা ছিল দুনিয়াবি। অথচ আমার স্ত্রী জান্নাতেও আমাকে চাচ্ছে পরহেজগার হিসেবে দুনিয়ায় হেদায়েতের দো'আ করছে। কোনোকিছুর বিনিময় ছাড়াই! আমি তখন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। জানিনা সেদিনের পর কি হলো? আমি নিজেকে চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ। মেঘলার সাথে আমার সময় গুলো কেটেছিল খুবই মধুর। আমি আবারো ফিরে পেতে চাই তাকে। জানেন ভাই আমি তাকে নিয়ে কল্পনা করি কিন্তু সে? : আমি অবাক বনে গিয়ে জিজ্ঞেস করলাম সে কোথায়? তিনি আবারো কান্না করতে লাগলেন। অবুঝ বাচ্চাদের মতো নাক টেনে টেনে বলতে লাগলো সে চলে গেছে ভাই। আমারে আর আমার ছোট্ট পুতুল আমিনাকে রাইখা। আল্লাহ তারে নিয়া নিছে আমাদের থেইকা। আমি তারে হারাইয়া লাইছি ভাই, হারাইয়া ফেলছি তারে। "ফুলের সংসারে একদিন" শ্যামলতা (ছদ্মনাম) কিছু কপি লিংক করে দিয়েন ইং শা আল্লাহ্! #share_with_sisters #islam #islamic_knowledge #viewsproblem #unfreezemyaccount #content #status #foryou #trending #viral #tiktok