@baogac2: Niềm vui mỗi ngày nhìn những chú gà @BaoStingShop2 @Bảo Sting Live Hằng Ngày @Bảo Sting

baosting_daga
baosting_daga
Open In TikTok:
Region: VN
Saturday 04 January 2025 08:27:35 GMT
5404
43
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @baogac2, please go to the Tikwm homepage.

Other Videos

টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভালোবাসা, স্নেহ ও মমতায় বাঁধা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক সমাজে এই প্রাকৃতিক টানকে দুর্বল করে দিচ্ছে টাকার টান। আগে যেখানে একে অপরের সুখ–দুঃখ ভাগাভাগি করার জন্য আত্মীয়তার সম্পর্কই ছিল প্রধান, সেখানে এখন আর্থিক স্বার্থই হয়ে উঠেছে মুখ্য। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হচ্ছে সম্পত্তির হিসাব–নিকাশে, সন্তান বাবা–মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে অর্থকেন্দ্রিক চিন্তায়, এমনকি আত্মীয়তার জায়গায়ও টাকা হয়ে দাঁড়াচ্ছে মূল যোগসূত্র। সমাজে দেখা যাচ্ছে—যে আত্মীয় আর্থিকভাবে শক্তিশালী, তার প্রতি টান অটুট; আর যার হাতে টাকা নেই, সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছে। টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন সমাজে অ'মা'নবিক'তার জন্ম হয়। আজ আমরা দেখছি—পিতামাতা বার্ধক্যে উপেক্ষিত, ভাইবোনের মধ্যে হা*না*হানি, আত্মীয়তার জায়গায় ভ*ণ্ডা*মি। এসব কিছুর মূলে রয়েছে টাকার প্রতি অতিরিক্ত আ*সক্তি। তবে এ বাস্তবতার মধ্যেও আশার আলো আছে। সমাজে এখনো অনেক পরিবার রয়েছে যারা রক্তের সম্পর্ককে অগ্রাধিকার দেয়, টাকার কাছে আত্মসমর্পণ করে না। তাদের কাছ থেকেই শেখা যায়—টাকা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের টান চিরন্তন। টাকা জীবনের চালিকাশক্তি হলেও সম্পর্কের ভিত্তি হতে পারে না। টাকার জন্য সাময়িক লাভ হলেও রক্তের টান হারালে জীবনে শূন্যতা নেমে আসে। তাই আমাদের উচিত—টাকার প্রতি অতিরিক্ত আ*সক্ত না হয়ে রক্তের টানকে অগ্রাধিকার দেওয়া। কারণ শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায় না টাকা, দাঁড়ায় সম্পর্ক আর ভালোবাসা। #bdtiktokofficial #ক্যাপশন_ভিডিও #bdtiktokofficial🇧🇩 #foryou #1millionaudition
টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভালোবাসা, স্নেহ ও মমতায় বাঁধা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক সমাজে এই প্রাকৃতিক টানকে দুর্বল করে দিচ্ছে টাকার টান। আগে যেখানে একে অপরের সুখ–দুঃখ ভাগাভাগি করার জন্য আত্মীয়তার সম্পর্কই ছিল প্রধান, সেখানে এখন আর্থিক স্বার্থই হয়ে উঠেছে মুখ্য। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হচ্ছে সম্পত্তির হিসাব–নিকাশে, সন্তান বাবা–মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে অর্থকেন্দ্রিক চিন্তায়, এমনকি আত্মীয়তার জায়গায়ও টাকা হয়ে দাঁড়াচ্ছে মূল যোগসূত্র। সমাজে দেখা যাচ্ছে—যে আত্মীয় আর্থিকভাবে শক্তিশালী, তার প্রতি টান অটুট; আর যার হাতে টাকা নেই, সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছে। টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন সমাজে অ'মা'নবিক'তার জন্ম হয়। আজ আমরা দেখছি—পিতামাতা বার্ধক্যে উপেক্ষিত, ভাইবোনের মধ্যে হা*না*হানি, আত্মীয়তার জায়গায় ভ*ণ্ডা*মি। এসব কিছুর মূলে রয়েছে টাকার প্রতি অতিরিক্ত আ*সক্তি। তবে এ বাস্তবতার মধ্যেও আশার আলো আছে। সমাজে এখনো অনেক পরিবার রয়েছে যারা রক্তের সম্পর্ককে অগ্রাধিকার দেয়, টাকার কাছে আত্মসমর্পণ করে না। তাদের কাছ থেকেই শেখা যায়—টাকা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের টান চিরন্তন। টাকা জীবনের চালিকাশক্তি হলেও সম্পর্কের ভিত্তি হতে পারে না। টাকার জন্য সাময়িক লাভ হলেও রক্তের টান হারালে জীবনে শূন্যতা নেমে আসে। তাই আমাদের উচিত—টাকার প্রতি অতিরিক্ত আ*সক্ত না হয়ে রক্তের টানকে অগ্রাধিকার দেওয়া। কারণ শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায় না টাকা, দাঁড়ায় সম্পর্ক আর ভালোবাসা। #bdtiktokofficial #ক্যাপশন_ভিডিও #bdtiktokofficial🇧🇩 #foryou #1millionaudition

About