@karimbatna28:

KARIM CHAOUI
KARIM CHAOUI
Open In TikTok:
Region: DZ
Wednesday 08 January 2025 08:32:06 GMT
1795
103
15
8

Music

Download

Comments

ahs25.ali
ahs25 ali :
امين رب العالمين
2025-03-21 13:50:16
1
lupus504________h
lupus_____✨️🖤H🍂 :
أللهم آمين يارب العالمين 💔
2025-01-08 14:53:25
1
hamset_hanin_18
🅗🅐🅝🅔🅔🅝 👑⚜❶❽⚜👑 :
اللهم آمين يارب العالمين
2025-01-08 13:57:18
1
.nourhane966
🇩🇿Nõûr Hănĕ🍯 :
اللهم امين يارب
2025-01-08 13:30:49
1
hananbou23
𓄂🅹🅾️🅺🅴🆁🅰️🃏⑅⃝🦅💥 :
اللهم امين يارب العالمين🤲👌
2025-01-08 10:28:40
1
naimanaima5226
🕊هاجر 🇩🇿🕊 :
🥰🥰🥰🥰🥰
2025-01-08 23:29:04
1
To see more videos from user @karimbatna28, please go to the Tikwm homepage.

Other Videos

সম্পর্কে যদি পরস্পর পরস্পরকে না শুনতে চায়, যদি নিয়ম করে কথা না বলে–কথা না শোনে, তবে সেই সম্পর্কে দু'জনের একজনও ভালো থাকতে পারে না! পৃথিবীতে কথা জমিয়ে রাখার চাইতে যন্ত্রণা আর কিছুতে নেই! পাশে হাজার হাজার মানুষ থাকতে পারে, তবে মনোযোগ দিয়ে কথা শোনার মতো মানুষ বড্ড দুর্লভ পৃথিবীতে! মানুষ সম্পর্কে জড়ায় কথা বলতে, কথা বলতে বলতেই মূলত সম্পর্ক গড়ে ওঠে। যারা সম্পর্কের মানুষটাকে নিয়ম করে সময় দেয় না, তার কথা শোনে না কিংবা সে নিজেও কথা বলে না, তারা যতই ভালোবাসা দেখাক, তাদের ভালোবাসা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। মানুষ বলতে চায়, একাধারে শুনতেও চায়। যদি তাই না হতো, তবে পৃথিবীতে মানুষের সঙ্গীর কোনো প্রয়োজন থাকতো না। ভালোবাসার ডেফিনেশন প্রত্যেকটা মানুষের কাছে আলাদা হতে পারে, কিন্তু তার মানে এই নয় ভালোবাসলে নিয়ম করে কথা বলার প্রয়োজন নেই, দেখা করার প্রয়োজন নেই কিংবা মানুষটাকে সময় দেয়ার প্রয়োজন নেই।  সম্পর্ক এবং ভালোবাসা, দুটোর মধ্যে তফাত অনেক। আপনি কারো সাথে সম্পর্কে আছেন বলেই যে তাকে ভালোবাসেন, এমন নয়। সম্পর্কে ভালোবাসা তৈরি হয় কথার মাধ্যমে। আর সম্পর্কে থাকা মানুষটাকে যদি শুনতে না চান, তাকে বলতে না চান, তবে তাকে আর ভালোবাসেন কই? ভালোবাসলে আর যাই হোক, কথা না বলে থাকা যায় না। মানুষটার কণ্ঠ শোনার যে ব্যাকুলতা, এই আকাঙ্খা আসেই মূলত ভালোবাসাবোধ থেকেই। যাকে ভালোবাসেন না, তার কথা শুনতে চাইবেন? তাকে কিছু বলার আগ্রহ থাকবে? নিশ্চয়ই না। প্রত্যেকটা মানুষের ভালোবাসার ধরণ আলাদা হতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষের তার ভালোবাসার মানুষের কথা শোনার, তার সাথে কথা বলার আগ্রহ খুব বেশি থাকে। যাকে ভালোবাসেন, তার কথা না শুনে, তার সাথে কথা না বলে অনায়াসে দিন-রাত পার করে তাকেই যতই ভালোবাসার উপমা দেখান না কেন, তার মনে সন্দেহ থেকেই যায়।  কোনো মানুষই বোবার মতো হয়ে থাকতে পারে না, থাকতে চায় না। আর যদি আপনি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলে দিনের পর দিন নির্বিঘ্নে থাকতে পারেন, তবে নিশ্চিত ভাবে সে ছাড়াও আপনার কথা শোনার বা বলার মতো অপশন আছে। আর নয়তো আপনি তার প্রতি পুরোপুরি ভাবে মনোযোগ এবং আগ্রহ–দু’টোই হারিয়ে বসে আছেন...! #anjum_mim263 #viralconten #1millionviews #bangladesh🇧🇩 #foryoupageofficial
সম্পর্কে যদি পরস্পর পরস্পরকে না শুনতে চায়, যদি নিয়ম করে কথা না বলে–কথা না শোনে, তবে সেই সম্পর্কে দু'জনের একজনও ভালো থাকতে পারে না! পৃথিবীতে কথা জমিয়ে রাখার চাইতে যন্ত্রণা আর কিছুতে নেই! পাশে হাজার হাজার মানুষ থাকতে পারে, তবে মনোযোগ দিয়ে কথা শোনার মতো মানুষ বড্ড দুর্লভ পৃথিবীতে! মানুষ সম্পর্কে জড়ায় কথা বলতে, কথা বলতে বলতেই মূলত সম্পর্ক গড়ে ওঠে। যারা সম্পর্কের মানুষটাকে নিয়ম করে সময় দেয় না, তার কথা শোনে না কিংবা সে নিজেও কথা বলে না, তারা যতই ভালোবাসা দেখাক, তাদের ভালোবাসা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। মানুষ বলতে চায়, একাধারে শুনতেও চায়। যদি তাই না হতো, তবে পৃথিবীতে মানুষের সঙ্গীর কোনো প্রয়োজন থাকতো না। ভালোবাসার ডেফিনেশন প্রত্যেকটা মানুষের কাছে আলাদা হতে পারে, কিন্তু তার মানে এই নয় ভালোবাসলে নিয়ম করে কথা বলার প্রয়োজন নেই, দেখা করার প্রয়োজন নেই কিংবা মানুষটাকে সময় দেয়ার প্রয়োজন নেই। সম্পর্ক এবং ভালোবাসা, দুটোর মধ্যে তফাত অনেক। আপনি কারো সাথে সম্পর্কে আছেন বলেই যে তাকে ভালোবাসেন, এমন নয়। সম্পর্কে ভালোবাসা তৈরি হয় কথার মাধ্যমে। আর সম্পর্কে থাকা মানুষটাকে যদি শুনতে না চান, তাকে বলতে না চান, তবে তাকে আর ভালোবাসেন কই? ভালোবাসলে আর যাই হোক, কথা না বলে থাকা যায় না। মানুষটার কণ্ঠ শোনার যে ব্যাকুলতা, এই আকাঙ্খা আসেই মূলত ভালোবাসাবোধ থেকেই। যাকে ভালোবাসেন না, তার কথা শুনতে চাইবেন? তাকে কিছু বলার আগ্রহ থাকবে? নিশ্চয়ই না। প্রত্যেকটা মানুষের ভালোবাসার ধরণ আলাদা হতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষের তার ভালোবাসার মানুষের কথা শোনার, তার সাথে কথা বলার আগ্রহ খুব বেশি থাকে। যাকে ভালোবাসেন, তার কথা না শুনে, তার সাথে কথা না বলে অনায়াসে দিন-রাত পার করে তাকেই যতই ভালোবাসার উপমা দেখান না কেন, তার মনে সন্দেহ থেকেই যায়। কোনো মানুষই বোবার মতো হয়ে থাকতে পারে না, থাকতে চায় না। আর যদি আপনি সম্পর্কের মানুষটার সাথে কথা না বলে দিনের পর দিন নির্বিঘ্নে থাকতে পারেন, তবে নিশ্চিত ভাবে সে ছাড়াও আপনার কথা শোনার বা বলার মতো অপশন আছে। আর নয়তো আপনি তার প্রতি পুরোপুরি ভাবে মনোযোগ এবং আগ্রহ–দু’টোই হারিয়ে বসে আছেন...! #anjum_mim263 #viralconten #1millionviews #bangladesh🇧🇩 #foryoupageofficial

About