@maybe_sumaiya_38: তোমারে এক আকাশ সমান ভালোবাসার পরও নিজের করে রাখতে পারলাম না। রাখতে পারিনি কিংবা থাকোনি এসবের তর্কে জড়িয়ে তোমাকে প্রশ্নের সমুখ্যিন করতে চাইনা। তার থেকে বরং ওসব নিয়তির উপর চাপিয়ে দিয়ে তোমাকে রাখি সকল সমালোচনার বাইরে। ভালোবাসা যে অসম্ভব সুন্দর, তোমার বিরুদ্ধে অভিযোগ এনে এত সুন্দর ভালোবাসাকে কুৎসিত করার দুঃসাহ আমার অন্তত নাই।🖤#maybe_sumaiya_38