@jeon_roz4: {~ নিষ্টুর_ভাগ্য ~}PART-93 আবারো একি ভাবে JungKookর বুক পুড়তে শুরু করে এবং বার বার কথাটা কানে রিপিট হতে থাকে! "ঘৃনা করি আপনাকে"YNর চোখে আজ সে তার জন্য ভয়ংকর ঘৃণা দেখলো যা এতো দিন দেখেনি হয়ত মেয়েটা ধৈর্য ধারণ করেছিল যে সে মেয়েটাকে মেনে নিবে কিন্তু আজ মেয়েটার ধৈর্যের বাঁধ বোধ হয় ভেঙ্গে গেছে JungKookর চোখে পানি সে YNর জ্ঞানহারা মুখের দিকে তাকিয়ে আছে J-HOPE JugKook এর কাছে এসে বললো J-HOPE- চলে যা ! মেয়েটা এখন তোর জন্য জ্ঞান হারালো ডাক্টার বলেছে ওকে কোনো মানুসিক চাপ দিতে না আমি চাই না ওর তোর জন্য কোনো ক্ষতি হক ! JungKook- কিন্তু --- J-HOPE- কোনো কিন্তু না ওর ভালো চাইলে চলে যা ! তোর আর YNকে প্রয়োজন ও নি যা শুনলাম YNর মুখ থেকে তারপর থেকে বোঝা হয়ে গেছে আমার তুই ঠিক কি কি করেছিস মেয়ে টাকে কষ্ট দেওয়ার জন্য JungKook আর কোনো জবাব দেওয়ার সাহস পেলো না কারন J-HOPE এর কথা তো ঠিক সে তো কম কষ্ট দেয় নি YNকে সে আজকে YNর কথা গুলো শুনে অনেক কষ্ট পেয়েছে সামান্য কথায় আর সে তো কাজে কথায় সব দিক থেকে YN কে কষ্ট দিয়েছে তবে YNকে ছাড়াকি করে থাকবে সে? এইসব ভাবতে ভাবতে JungKook কেবিন থেকে চোখের পানি ফেলতে ফেলতে বের হয়ে যায় আজ জাংকুক এর বু!ক টা ফেটে যাচ্ছে বার বার বুকের মধ্যে মোচর দিয়ে উঠছে... 💫 খানিক্ষন আগে YNর জ্ঞান ফিরেছে J-HOPE YNর পাশেই আছে জ্ঞান ফিরতেই YNর মনে পরলো জাংকুক এর কথা JungKook কে সে কত কষ্ট দিয়ে কথা বলেছে তবে এখন তার বিন্দু মাএ আফসোস হচ্ছে না JungKook কেনো তাকে মিথ্যা কথা বলতে এলো কেনো মিথ্যা আল্লাদ দেখাতে এলো তবে সে ভালোই যানে JungKook লিসার সাথে ভালো থাকবে সুখে থাকবে YN পাশে তাকালো দেখল J-HOPE বসে বসে ঘুমাচ্ছে J-HOPEকে এই ভাবে দেখে YNর খারাপ লাগলো মানুষ টা তার জন্য এখনো আছে এই হসপিটালে, YNর ওয়া'শরুমে যাওয়া প্রায়জন সে বেড থেকে আস্তে করে নিচে নামে না এখন একটু হাটতে পারবে মনে হচ্ছে YN আস্তে আস্তে হেঁটে ওয়াশরুমে চলে যায় ! এইদিকে JungKook বাড়িতে ফেরার পর মিসেস জেওন মিস্টার জেওন তাকে অনেক পশ্ন করেছে সারা রাত কোথায় ছিল ইত্যাদি কিন্তু JungKook তাদের পশ্নের উওর দিতে ইচ্ছুক হয় নি জাংকুক নিজের রুমের দরজা লাগিয়ে নিচে হাটু গেড়ে বসে কান্না করছে মনের অশান্তি যে তার কমছে না তার ! YNকে ছাড়া নিজেকে ভাবতে পারছে না বুকের জ্বালাপোড়া বেড়েই যাচ্ছে কেনো বুঝল না আগে সে কেনো সে বুঝতে দেরি করলো এখন Yn তো তাকে ঘৃনা করে তাকে আদেও কি মনে জায়গা দিবে না সে আরেক বার চেষ্টা করবে YNতাকে যা ই বলেছে রাগের মাথায় বলেছে তার বিশ্বাস YN তাকে দ্বিতীয়বার ফিরিয়ে দিবে না সে আবার যাবে YNর কাছে ঠিক সেই সময় MRS JEON দরজা নক করে বেশ কয়েকবার নক করার পর JungKook দরজা খুলে MRS JEON কে দেখে চোখ সরিয়ে নেয় MRS JEON নিজের ছেলের চেহারা দেখে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে তার যে জাংকুক ওই মেয়েটার জন্য কান্না করে চেহারার এই অবস্থা বানিয়েছে? MRS JEON- JungKook তুই কান্না করে এই চেহারার কি অবস্থা করেছিস JungKook কোনো কথা বলে না MRS JEON- আমি জানি তুই ওই মেয়েটার জন্য কান্না করেছিস কিন্তু কেন JungKook? এক সময় তুই ওকে সয্য করতে পারতি না আর আজকে কি না তুই ওই মেয়ের জন্য কান্না করছিস তুই না আমার ছেলে তাহলে তুই এইরকম হলি কি করে? JungKook- এতো পশ্নের উওর আমি দেবো না তোমাকে প্লিজ চলে যাও এখান থেকে আমাকে একা থাকতে দেও MRS JEON- খাবার খেতে আয়! সারাদিন কিছু খাস নি তুই বাবা না খেয়ে থাকলে কি করে হবে৷? JungKook- খাবো না আমি চলে যাও... (শক্ত কন্ঠে ) MRS JEON- তু-- আর কিছু বলতে পারল না MRS JEON তার আগেই JungKook ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়!! MRS JEON আর কথা বাড়ায় না নিচে চলে আসে, MRS JEON- তোমার ছেলে আমার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে ওই মেয়ের জন্য এখনো কান্না করছে বুঝে উঠতে পারছি না তোমার ছেলেকে আমি MR JEON অবাক হলো তার ছেলে সামান্য একটা ছোট লোকের মেয়ের জন্য কান্না করছে এ যেনো বিশ্বাস করার মতো না, মিস্টার জেওন বিশ্বাস করতে পারছে না, MR JEON- কি বলছো এইসব জাংকুক মোটেও এমন না৷!! MRS JEON- বিশ্বাস না হলে নিজের চোখে দেখে আসো ছেলের চেহারা টা .. MR JEON- তুমি সত্যি বলছো? MRS JEON- তা না হলে কি! এইবার বিশ্বাস করতেই হবে ওই ছোট লোকের মেয়েটা আমার ছেলেকে কিছু একটা করেছে তা না হলে আমার JungKooK এমন ছিলো না৷! এইসব কথা দূর থেকে লিসা দাঁড়িয়ে শুনছিল আসোলেও তার ও বিশ্বাস হচ্ছে না কিন্তু সে যে জ্বলে পুড়ে যাচ্ছে হিংসায় ভাবতে পারছে না লিসা YNর প্রতি এমন কি আছে যার জন্য জাংকুক এখন YN এ উতলা হয়ে গেছে LISA IN MIND - না যত যাই হক আমি এতো সহজে JungKook কে হাত ছাড়া হতে দেবো না JungKook কে আমি নিজের করেই ছাড়বো এইটা আমার প্রতিজ্ঞা !! (1k Cp lk doNee!!) (জাংকুক এর বিশ্বাস কি আদেও জিতবে নাকি? YN তাকে আবার ফিরিয়ে দেবে?) #viral #viwes #bangladesh🇧🇩