@maybe_sumaiya_38: জানো, কিছু কিছু অনুভূতি প্রকাশ করে বোঝানো যায় না। ঠিক যেমন তোমার প্রতি আমার হৃদয়ে এই যে মায়ার পাহাড় তৈরি হয়েছে। এই যে তোমার প্রতি দিন দিন আমার টান বেড়ে যাচ্ছে। তোমার প্রতি আমার ভালোবাসা গভীরতা বাড়ছে। তুমি কতটা বোঝো আমি জানি না। তবে এই অনুভূতিগুলো ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই। এই যে তোমার একটু দূরে থাকা আমার মন ভারি হয়ে যায়। আমি তোমাকে প্রচণ্ড মিস করি। তোমার প্রতি শোনার অপেক্ষায় থাকি। এই অনুভূতিগুলো তোমাকে জানাতে দেব আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, জীবন ভালোবাসি। আমি চাই তুমি আমার প্রতি এই ভালোবাসায় স্থায়িত্ব হেন অনন্তকাল। তুমি শুধু যেমন আছো ঠিক তেমনই থেকো। যেও না, আমায় ছুঁয়ে থেকো। তোমার চোখের কাজলে, ঠোঁটের হাসিতে কিংবা চিবুকের এই কালো তিলে। আমার একজীবন আমি তোমায় ভালোবেসেই বাঁচতে চাই।😅❤️🩹#maybe_sumaiya_38