@jeon_nusrat77: [অবহেলা] part 56 আছমা : আর একটা কথাও বলবি না yn3। ভাইয়ের হয়ে আর সাফাই গাইতে আসিস না। ওকে বলে দে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে।আমি ওর মুখ দেখতে চাইনা। মায়ের বলা কথাগুলো শুনে Jungkook কান্নামিশ্রিত কন্ঠে বলে উঠে "আমার কথাটা কেন তোমরা শুনতে চাইছো না মা? আমি এতোদিন যা করেছি সবকিছু পরিস্থ...... তখনি আছাম শিকদার চিৎকার করে বলে উঠে " ব্যাস আমি তোর একটা কথাও শুনতে চাইনা, বেড়িয়ে এই বাড়ি থেকে।" yn3 : মা তুমি কথাগুলো কেন শুনতে চাইছো না। yn3 এর কথা পাওা না দিয়ে আছমা শিকদার Jungkook এর হাত ধরে টেনে তুলে টানতে টানতে সিঁড়ি দিয়ে নামতে থাকে, Jungkook অনেকবার বুঝানোর চেষ্টা করছে কিন্তু কেউ তার কথা শুনতে চাইছে না। আছমা শিকদার Jungkook কে ধাক্কা দিয়ে বাহিরে বের করে মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। Jungkook পুরো স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে,মুখ দিয়ে কোনো কথা বের হতে চাইছে না। তারপরও নিজেকে কোনোরকম সামলে বলে উঠে "মা দরজাটা খুলে দাও মা, তোমরা আমাকে ভুল বুঝছো। একটিবার yn এর সাথে আমাকে দেখা করতে দাও না। ও আমার উপর অভিমান করে আছে,আমাকে ওর অভিমানটা ভাঙ্গাতে দাওনা। আমার ওকে দেখতে খুব ইচ্ছে করছে মা। একটিবার দরজাটা খুলে দাও। ভিতর থেকে আছমা শিকদার চিৎকার করে বলে উঠে " এখান থেকে চলে যা তুই,তোকে যেন আমি আর এই বাড়িতে না দেখি।yn এর আশেপাশে আসারও চেষ্টাও করবি না। যদি করিস তাহলে আমি yn কে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিবো,তুই হাজার চাইলেও yn এর সাথে দেখা করতে পারবি না। কথাগুলো বলে আছমা শিকদার yn3 এর উদ্দেশ্যে বলে উঠে "তুই যদি দরজাটা খুলে দিস তাহলে আমার ম*রা মুখ দেখবি yn3 " বলেই তিনি উপরে চলে যান। নিচে দাড়িয়ে yn3 কান্না করে যাচ্ছে, ভাইয়ের কষ্ট যে সহ্য করতে পারছে না সে। Jungkook দরজার সাথে পিঠ, মাথা ঠেকিয়ে বসে আছে,মনে মনে বলে উঠে "কেন এমন করছিস জান,লাস্ট একটা সুযোগ কেন দিচ্ছিস না আমাকে? আমি যে আর পারছি না। আমি জানি তোর এভাবে রিয়াক্ট করাটা স্বাভাবিক। কিন্তু একবার আমার কথাটা শুনে নিতি। আমি এখন তোকে ছাড়া থাকবো কিভাবে জান বলনা? ম*রে যাবো তো আমি। আকাশে বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, অসময়ে মেঘ ডাকছে। মনে হয় এখন বৃষ্টি নামবে। কিন্তু এদিকে Jungkook এর কোনো হেলদোল নেই, তখনি খুব জোরে বৃষ্টি শুরু হয়। মূহূর্তেই Jungkook ভিজে চুপচুপে হয়ে যায়। অনেক্ক্ষণ এভাবে বসে থাকার পর Jungkook আস্তে আস্তে উঠে পড়ে। কিন্তু ভালো করে দাঁড়ানোর কোনো শক্তি পাচ্ছে না। আজকে সারাদিন না খাওয়া তরপর এতো ধকল যাচ্ছে তার উপর। Jungkook কিছু না ভেবে বাড়ির পিছন দিকে চলে যায়। yn এর বারান্দার সামনে গিয়ে, কিছুক্ষণ yn এর রুমের দিকে তাকিয়ে থাকে। চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। নিজেকে আজকে পৃথিবীর সবথেকে অসহায় মানুষ লাগছে। তারপর নিজেকে সামলে, আবারও জোরে চিৎকার করে বলে উঠে " yn তুই পাচ্ছিস আমার কথা? একটিবার বারান্দায় আয় না জান। দূর থেকে একটিবার শুধু দেখবো" এই বৃষ্টির মধ্যে হঠাৎ Jungkook এর কন্ঠস্বর শুনে yn এর বুকটা মোচড় দিয়ে উঠে। এই ঠান্ডার মাঝে লোকটা বৃষ্টিতে ভিজছে কেন? শরীর অসুস্থ হয়ে পড়বে তো। না আমাকে এক্ষুনি গিয়ে বলতে হবে, কথাটা বলেই yn উঠতে নিলে আবারও নিজেকে সামলে বলে উঠে "না নাহ্ আমি এই লোকটার কাছে কিছুতেই যাবো না কিছুতে না" বলে yn বেডে বসে আবারও কাদতে থাকে। তার মধ্যে আবারও Jungkook এর চিৎকার শুনা যায় " এতো পাষাণ কেন হয়ে যাছিস আমার প্রতি তুই? আরে একটা আসামীকেও তো ফাঁসি দেওয়ার আগ মুহূর্তে তার শেষ ইচ্ছের কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়। তাহলে আমার শেষ কথাটা কেন তোরা কেউ শুনতে চাইলিনা।" Jungkook প্রতিটা কথা শুনেই অজানা এক ভয়ে yn এর বোকটা মোচর দিয়ে উঠছে,খুব দেখতে ইচ্ছে করছে মানুষটাকে। yn আর কোনোকিছু না ভেবে পর্দার আড়াল থেকে Jungkook কে দেখতেই তার ভিতরটা ধুক করে উঠে। কিছু সময়ের মধ্যে কি অবস্থা করে ফেলেছে নিজের, Jungkook কে এই অবস্থা দেখে yn আবারও ডুকরে কেদে উঠে। মনে মনে বলে উঠে "কেন নিজের এই অবস্থা করছেন? কেন এভাবে কান্না করছেন? আপনি তো আমাকে কোনোদিনও ভালোবাসেননি,যদি ভালোইবাসতেন তাহলে ভালোবাসার মানুষের সাথে আপনি জীবনেও এমন করতে পারতে না" yn এর ভাবনার মাঝেই Jungkook আবারও চিৎকার করে বলে উঠে "পরে তোরা সবাই পস্তাবি মিলিয়ে নিস আমার কথা, সে দিনটা না বেশি দেরি হয়ে যায়। ভালোথাকিস তুই,নিজের আর আমার সন্তানের খেয়াল রাখিস, আমাকে দেখতে চাস না তো তুই? তাহলে তাই হোক।আমি আর আসবো না তোর সামনে yn আর কোনোদিনও আসবো না। তোরা কেউ আমাকে বুঝলি না কেউ না। হয়তো তোরা সময় হারিয়ে আমাকে বুঝবি...যেদিন বুঝবি সেদিন আমি থাকবো না,মিলিয়ে নিস আমার কথা তুই Jungkook এর বলা প্রতিটা কথা শুনে yn এর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। একটা সময় না পেরে জোরে জোরে হিচকি তুলে কাদতে শুরু করে " কেন এমন কথা বলছেন Jungkook ভাই? আর কিছু বলার আগেই yn জ্ঞান হারিয়ে মেজেতে পরে যায়। 700+cp
♡Jeon nusu♡
Region: BD
Monday 13 January 2025 09:34:26 GMT
Music
Download
Comments
👋Jannnatul ferdous momo 💜 :
ami 1st amar gift chaj🥰🥰
2025-01-13 09:38:48
2
Israt khondakar :
next part Apuni
2025-01-13 09:38:18
2
পদ্মাবতী 🌷🌷 :
please happy ending dio😔
2025-01-13 09:54:17
3
𝕭𝖆𝖒'𝖘 𝖒𝖔𝖒 :
ato din sad ending sad ending kore fatai felse 2nd id deye but oita ban khaise abar ar sad ending chai na milay deo🙂🙏
2025-01-13 21:56:46
1
Nakhoshy :
next part taratari daw 😫😤 plz plz plz 😫 cpl done 👍🏻😫💜✨
2025-01-13 18:02:58
1
shineee_bts∆ot7 :
iam crying 🥺😭😭
2025-01-13 17:59:50
1
💜🦋Israt Jahan (Mysha)💜🦋 :
apu plz sob thik kore dao onk kosto lagtase..😭😭 plzzz next part apuuuuuuuuuu gooooooooo😭
2025-01-13 15:47:54
1
💜Sua Jannat Tabassum 💜 :
apu happy ending dio plz plz plz. R ektu taratari next part ta deo na go R sojjho hocche na 🥺👍
2025-01-13 15:16:01
1
To see more videos from user @jeon_nusrat77, please go to the Tikwm
homepage.