@user7135584032098: আজকাল একটু একটু করে নিজেকে গুটিয়ে নিচ্ছি। দিন দিন যার পরিধি কমছে না বরং বেড়েই যাচ্ছে। আমার আশেপাশে এমন কাউকে পাওয়া যাবে না যাকে বন্ধু ভেবে বুকে জড়িয়ে নিতে পারবো কিংবা পারবো দ্বিধাহীন চিত্তে মনের কথা জমা রাখতে। কন্ট্রাক্টস লিস্ট, চ্যাট লিস্ট, হৈ-হুল্লোড় কমে আসছে ক্রমশ। মানুষের উপর থেকে ন্যাপথলিনের মতো বিশ্বাসটাও উবে যাচ্ছে। এখন আর সহজেই কাউকে বিশ্বাসটা করতে পারি না। নতুন করে কারো সাথে আগ বাড়িয়ে পরিচয়টা গড়ে তুলতে ইচ্ছে করে না । “কেমন আছো? কী করছো?” এসবের মিথ্যে উত্তর দিতে দিতে আমি যে বড্ড ক্লান্ত। ক্লান্ত না হয়ে উপায়ই বা কই! কারণ খারাপ থাকার মতো কঠিন স্বীকারোক্তি সহজে কীভাবে স্বীকার করতে হয় জানা নেই আমার। আমার আসলেই জানা নেই, নিজেকে কীভাবে বোঝাতে হয়। কোন মুখেই বা আয়নায় নিজের গাল টেনে বলতে হয়, “ভয় পেও না।” যখন ভয় আর অনিশ্চয়তার মধ্যেই পুরোপুরি আমার বাস! আসলে, আমি এখন আমার অস্তিত্ব বলতে বুঝি সব কালোর ভেতরের সবচেয়ে বিচ্ছিরি কালো ক্যানভাসটাকে। যেখানে রঙ তুলির আঁচড় মানায় না। এক্কেবারেই মানায় না! #foryou#foryoupage#officialtiktokbd#fpyyyyyyyyyyyyyyyyyyyyy