@asiya_binte79g: আমাদের এক সাথে এক বিছানায় থাকা হয়নি! ঠোঁট ঠোঁট রেখে চুমো খাওয়া হয়নি। এক সাথে স্নান করে ভেজে চুলে মুখ ডুবিয়ে নিঃশ্বাস নিয়ে বলা হয়নি পৃথিবীর সুন্দরতম পারফিউম তোমার চুলের গন্ধে। আবার বলতে গেলে সব... আমাদের বিয়ে হয়েছিল, কাগজ কলম হীন এক স্ট্যাম্প পেপারে বিশ্বাসে দলিলে। বিশ্বাসের বড়ি খেয়ে নিশ্বাসে ওঠানামা করতো হৃদয় মিলন মেলা। কল্পনায় বাসর হয়েছিল কথোপকথনে! নিম্বাসের সাথে নিশ্বাস মিলিয়ে বন্ধ চোখে এক কোটি চুমুর সাক্ষী নিশাচর ডাহুক কিংবা গাঢ় রঙের অন্ধকার। ফিসফিস কথার আদর সোহাগের বছর পেরিয়ে গেলো কখন বুঝতেই পারিনি। ডিসেম্বরের উপর ভর করে জানুয়ারিতে এসে তার তলপেটে এক নবজাতকের কান্নার আওয়াজ শুনেছি! বিস্মিত হয়ে হেসেছি কত দিন রাত।তারপর আর ডিসেম্বর পেরিয়ে আমার দেখা হয়নি, উৎসবে বিদায় দেওয়ার পর নব ক্যালেন্ডারের জানুয়ারির কমলা রঙের রোদ। লিখিত স্টাম্পের সাক্ষরিত সনদ পত্রের অভাবে বিশ্বাসের বড়ি বমি করে উগড়ে দিয়েছে সে। অতঃপর মাঝ খানে কেটে গেছে আমাদের ডিভোর্সের ৭ বছর ২ মাস পঁচিশ দিন। সেই নবজাত শিশুর বাবা সম্বোধনে আজ আমিহীন অন্য কোন বীরপুরুষ। সেই দিনের সেই শিশুটি পৃথিবীর আলোতে এখন আমার সামনে কান্নার বদলে ফিক করে হাসি দেয়। পৃথিবীতে কিছু হাসির দৃশ্য অদ্ভুত সুন্দর তার মধ্যে শিশুদের হাসি অন্যতম। কিন্তু এমন হাসির দৃশ্য আড়ালে ভেদ করে বিচ্ছিরি অসুন্দর! আর তোমরা বলো আমার অসুন্দর চোখ সুন্দর চিনে না। . . #asiya