@its_your_alamin: মন থেকে ভালোবাসা মানুষগুলো ভীষণ রকম বোকা। এরা যখন তার পছন্দের মানুষটাকে একটু কাছে পেয়ে যায়, তারা এতটা খুশি হয় যে পারলে তারা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চায় "শোনো পৃথিবী আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি"! ভালোবাসার মানুষ একটু কাছে আসলেই এই মানুষগুলো ভাবতে শুরু করে, সে হয়তো সারাজীবন আমার হয়ে থাকবে।সে হয়তো আমার মতই আমাকে ভালোবাসবে। এই ভেবে এই বোকা মানুষগুলো আরো গভীর ভাবে জড়িয়ে যায় তার প্রিয় মানুষের ভালোবাসায়, এবং তার মায়ায় । একটা সময়ে মায়া এতটা গভীর হয়ে যায় যে তাকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না। বোকা মানুষগুলো এতটাই বোকা হয় যে তার পছন্দের মানুষটাকে ছাড়া নিজেকে তখন মূল্যহীন ভাবতে শুরু করে। এভাবেই যখন পাগলামো শুরু হয়ে যায়, ভালোবাসার মানুষটির প্রতি এই বোকা মানুষগুলো ভীষণ ভাবে দুর্বল হয়ে যায় । যখন ভালোবাসার মানুষটিকে ছাড়া অন্য কিছু ভাবতেও কষ্ট হয়, ঠিক তখন অপর মানুষটি তার চলাফেরা কথা বর্তায় বুঝিয়ে দেয় আমি তোমার কাছাকাছি ছিলাম, কিন্তু আমাদের কখনো ভালোবাসার সম্পর্ক ছিলো না। হয়তো তোমার মনের মাঝে আমি ছিলাম কিন্তু আমার মনের মাঝে তুমি নেই, কখনো ছিলে না।। বোকা মানুষ গুলো যখন এটা বুঝতে পারে। তারা ভীষণ রকম ভেঙে পরে। যারা এক সময়ে সারা পৃথিবী জানিয়ে দিতে চাইতো আমি আমার ভালোবাসার মানুষ পেয়ে গেছি, কিন্তু বাস্তবতা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো যে তুমি ভুল ছিলে, তুমি ভীষণ বোকা ছিলে, তখন তারা পৃথিবী থেকে লুকিয়ে যেতে চায়। কারণ তখন তারা চায় না কেউ জিজ্ঞেস করুক, তোমার ভালোবাসার মানুষটা কেমন আছে? কেমন চলছে তোমাদের সম্পর্ক। প্রেমে পড়লে কিংবা প্রেম হয়ে গেলে এই বোকা মানুষ গুলোর বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবাই তা জানতে পারে, তারা নিজেরাই জানিয়ে দেয়। কিন্তু বিচ্ছেদ হবার পর তারা এ কথা গুলো কাউকেই বলতে চায় না। কারণ মন থেকে ভালোবাসা মানুষ গুলো ভীষণ রকম বোকা। আর বোকা মানুষ গুলো হাসি আনন্দ শেয়ার করতে জানে, তারা দুঃখ শেয়ার করতে জানে না। তারা চায় না তার দুঃখের কথা শুনে অন্য কারো মন খারাপ হোক। কারন তারা জানে মন খারাপের অসুখ ভীষণ রকম কষ্ট দেয়। #foryou #foryoupage #music #trending #lyrics #plzunfrezemyaccount #its_yors_alamin #bd_editz_society
Nill kabbo.🌸
Region: IT
Wednesday 15 January 2025 14:54:36 GMT
Music
Download
Comments
ŤØHÏŇ :
song name plz?😊😊😊
2025-01-16 15:37:56
0
Bithy :
ok baiii apnii atoo sundor koree kemnee likhoo🥺
2025-01-15 18:09:04
8
🅜🅘🅙🅐🅝 🅐🅕🅘🅕 :
rights vaiya
2025-01-16 09:03:57
4
👑🦋𓆪𝙽 𝚊 𝚢 𝚎 𝚖ッ🦋👑 :
your always great. ❤️🩹
2025-01-16 04:02:41
4
tears øf pain✨🕊️😌 :
captions tah 😌✨💔
den
2025-01-16 03:35:06
3
Maruf Shah :
yessss.. it’s .truth .. 😅
2025-01-15 15:27:29
6
ᴛᴀɴᴊɪʟ ᴀʜᴍᴇᴅ :
নিজের মনের মতো করে ক্যাপশন লিখে দিলাম ;
_________________________________
শত ব্যথা শত আঘাতে'ও আমি কান্না করি নাই! অথচ তোমার অভাবে আমি অবুঝ শিশুর মত কেঁ'দে'ছি..! চলে যাওয়া আশ্চর্যের বটে তবে তোমার চলে যাওয়াটা জরুরি ভেবে আশ্চর্য হয়নি খুব বেশি। জরুরি এই যে আমার শূন্যে ফিরে দেখা স্বপ্নে ফাটল। ওদিকে নতুন তোমার পূর্ণ স্বপ্নের মিছিল নিয়ে চোখে আয়না ধরে আছে। লোভের ফাঁদে কত মানুষ বড় একা হয়ে যাওয়ার মতো বদলে যায়, মানুষ তুমিও সেই জরুরি রোগী। চোখের সামনে জামদানি শাড়ি দেখে কি কেউ সুতি শাড়ির প্রেমে পড়ে? যেখানে সুযোগ থাকে বিলাসবহুল বাড়ি-গাড়ি সেখানে কি কেউ টিনের চালা ঘরে থাকতে চায়? তবুও মানুষ আর কয়দিন বাঁচে? এই নিয়মের প্রশ্নবোধক চিহ্ন তোমার প্রতিশ্রুতির কাছে বসিয়ে দেয়। মনে হয় আমাদেরও একটা সংসার হতে পারতো ছোট-খাটো হলেও। মানুষ আসেই চলে যাওয়ার জন্য এটা যেমন আশ্চর্য নয়, তেমনই দু'দিন আগে কিংবা পরে চলেই যায় আসা ক্ষেএবিশেষ। তবুও দিন শেষে যখন তোমার চলে যাওয়ার সময়টা এলো এশার নামাজ শেষে, থমকে গেলো অতীত অতিথি পাখির স্মৃতি বরাবর চোখ বুলাতেই দু-চোখ ভরে জলের ঝর্ণা। বুকে নেমে এলো আরবের উঁচু পাহাড়..! চলে গিয়ে কেউ জিতে যায় এটা চমৎকার। তবে হেরে গিয়ে কিভাবে আ ত্ন হ ত্যা র রশ্মি ছেড়ে জীবনের কাছে ফিরে আসে? ফিরে আসার কৌশল সবাই কি জানে? চলে যাওয়া মানেই কেউ কেউ ভেতরে থেকে মৃত..!💗😅
2025-01-15 16:16:28
36
🫀💔 :
ক্যাপশনটা দেন ভাইয়া😅
2025-01-15 16:51:31
10
To see more videos from user @its_your_alamin, please go to the Tikwm
homepage.