নিখোঁজ অনুভূতি 🖋️📓 :
তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার। জনমে জনমে, যুগে যুগে, অনিবার। হে প্রিয়তমা, তুমি আমার ঘর, তুমি আমার বাড়ি, জন্মবোধি তুমিই ছিলে আমার শখের নারী..!! তুমি সাগরের গর্জন, তুমি নদীর নীরব স্রোত, তোমার সান্নিধ্যে খুঁজে পাই জীবনের গভীর রূপ। যতই হোক জনমান্তর, তোমারেই আমি চেয়েছি, প্রতি জন্মে, প্রতি যুগে, তোমাকেই ভালোবেসেছি। তোমারই নামে লেখা এই জীবনের কাব্য, তোমারই চোখে দেখি সব রঙিন অধ্যায়। তুমি যে আমার হৃদয়তলে গাঁথা এক ইতিকথা, যুগে যুগে বাজবে সে প্রেমের অমর গাথা।
2025-03-01 16:19:38