@ruponti.nil: #সবকিছু অন্ধকারে হারায় না। কিছু জিনিস দিনের আলোতেও হারিয়ে যায়,এই যেমন আপনি! চোখের সামনে দিয়ে হারিয়ে যাচ্ছেন অথচ আপনাকে আটকে রাখার শক্তি আমার নেই। যারা থাকতে চায় না তাঁদেরকে কি আর জোর করে রাখা যায়? কখনই রাখা যায় না। পৃথিবীর এই একটা জায়গায় এসে আমাদের সব ক্ষমতা লুটে পড়ে। কেউ হারিয়ে যেতে চাইলে তাকে থামানোর ক্ষেত্রে আমরা ভীষণ অসহায় । মানুষ মায়ায় আটকে যায়।কিন্তু এই মায়াতেও কিছু কিছু মানুষের হৃদয়ে স্পন্দন হয় না।