@kookeii97: Pov||★★হঠাৎ_বিয়ে★★||[Part.28] Next morning.. সকালে সবাই উঠে আমাকে ডাকতেছে। চোখ মুখ ফুলা ফুলা হয়ে আছে।চোখ ঢলতে ঢলতে উঠি। Yn2 : আমরা একটু পর বের হয়ে যাবো তুই এখনো পড়ে পড়ে ঘুমাইতাছিস্।। তাড়াতাড়ি উঠে নিচে আয় সবাই অপেক্ষা করতেছে নাস্তা করতি। Yn: ফ্রেশ হয়ে আসতেছি। Yn2 : হুম তারাতাড়ি আয়। আমি ফ্রেশ হওয়ার জন্য চলে যাই। . ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাড়িয়ে ভাবতেছি কালকে আমার রুমে কে আসছিল।চিনা পরিচিত পারফিউম এর ঘ্রাণ আমার রুমে ভো ভো করতেছে।পুরো রুম ভালো করে চেক করলাম।তেমন কাউকে দেখলামই না। কিন্তু একটা জিনিস চোখে আসে সেটা হলো আমার ডেসিন টেবিলের উপর একটা বক্স।অনেক ভালো করে রেপিং পেপার দিয়ে মুড়ানো। খুলতে যাবো ঠিক সেই সময় চোখে পরে উপরে সাদা কাগজে অনেক সুন্দর হেন্ড রাইটিং এ কি যেনো লিখা।কাগজ টা হাতে নিয়ে দেখি সুন্দর করে একটা হুমকি। তাও এত সুন্দর হাতের লেখায়। <(আমি জানি ঘুম থেকে উঠে তুই এটা দেখবি।একটা কথা শুনে রাখ এই বক্স টা এখন খুলবি না খুব যত্ন সহকারে কাভার্ডে রেখে দিবি।আর যদি কোনো মতে শুনি এটা তুই খুলেছিস তো জানোস ইতো তোর কি অবস্থা করি মনে থাকে যেন)> আমার চিনতে একটুও দেরি হয় নাই এই বক্স টা কে রেখে গেছে আর হুমকি টাও কে দিছে। Yn: মানুষ যেমন সুন্দর তাঁর হাতের লেখ গুলো তেমন সুন্দর। কিন্তু হুমকি গুলো একদম মে*রে ফেলার মত। কিন্তু আমার অনেক ইচ্ছে করতেছে বক্স টা খুলে দেখতে এটার ভিতর কি আছে। অনেক কৌতূহল জাগতেছে মনে। কিন্তু যেভাবে হুমকি দিয়েছে খোলার আর সাহস নাই।মানুষটা এমন কেন?? ফোস করে একটা শ্বাস ফেলে বক্স টা খুব যত্ন সহকারে কাভার্ডে রেখে দিলাম।নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। . নিচে নেমে দেখি সবাই উপস্থিত। শুধু একটা মানুষ অনুপস্থিত। Yn : হয়তো রুমে,, আসবে। এই বলে টেবিলে গিয়ে বসে পড়ি। ছোট ফুফু আমার আম্মু কে বলে উঠে : Jk/m: ভাবি Yn মামুনি কে আমাদের সাথে দিয়ে দাও। ওকে yn2, লিসা কে নিয়ে যা-ই। তোমরা কালকে সবাই মিলে যাইয়ো।আজকে ওদেরকে নিয়ে যাই। আমি শুনে তো খুশি হয়ে যাই আগে আগে গেলে আমরা অনেক দুষ্টামি করতে পারবো।এনজয় করতে পারবো।সবাই মিলে।অনেক আসা নিয়ে আম্মুর দিকে তাকায় আছি আম্মু কি ব'লে : Yn/m: আমি কি বলবো আপা। আপনার ভাইদের জিজ্ঞেস করেন।। Jk/m: ভাইয়া রা আর কি বলবে।ভাইয়া তুমি কি অমত নাকি?? গম্ভীর গলায় আব্বু ব'লে : Yn/f: Yn মা তোমার Test exam কবে?? ওমনেই আমার হাসি মাখা মুখটা চুপসে গেল। এ সময় পরীকথা না বললে হতো না।মাথা নিচু করে আব্বুর প্রশ্নের জবাব দি : Yn: 10 তারিখে আব্বু। Yn/f: Preparation কেমন তোমার?? Yn: জ্বি আব্বু ভালো। Yn/f: ওদের তিনজনের যেহেতু 10 তারিখে পরীক্ষা সেহেতু এতবেশী সময় নাই।Jisso আম্মুর 29 তারিখে যেহেতু বিয়ে। আব্বু কতক্ষণ চুপ থাকে।সবাই আব্বুর দিকে তাকায় আছে। বড় আব্বুও আছে কিন্তু আমার আব্বুর উপরে তিনি তেমন কথা বলে না। তাই তিনি চুপ করে সব শুনছে। আমিও অনেক আসা নিয়ে তাকায় আছি আব্বু কি বলে তা শুনতে। তখনই আব্বু বলে উঠে : Yn/f: আচ্ছা তাহলে ওরা ছোটর সাথে চলে যাক।আমরা সবাই কালকে যাবো।আর কোনো কথা?? আব্বু প্রশ্ন ছুড়ে মারে! আমি তো আব্বুর কথা শুনে ইচ্ছে করছে লাফ দিতে। এতদিন মুখ থেকে বের করি নাই আব্বুর ভয়ে।এখন তো আমার নাচতে ইচ্ছে করতেছে। তখন ছোট ফুফু হাসি মাখা মুখে বলে উঠে : jk/m: না না ভাইয়া আর কিছু না।ওরা গেলে আমার মেয়েটার ও মন ভালো থাকবে।ধন্যবাদ ভাইয়া তোমাকে। আব্বু ও মুচকি হাসে। আহহ!! কতদিন পর আব্বু কে হাসতে দেখলাম।আব্বুকে সচারাচর হাসতে দেখা যায় না।উনি হাসা মানে অমাবস্যার রাতে চাঁদ দেখা। আব্বু খাওয়া শেষ করে উঠে যায় আবার ফুফুর উদ্দেশ্যে বলে: yn/f: জাংকুক বাবা তো চলে গেছে।আমার আর ভাই জানের ও আজকে সময় নাই বড় বড় ব্যবসায়ী রা আসবে তাদেরকে সময় দেওয়া লাগবে।তো ছোট,,তোর সব কে দেখবে?? বুকের মধ্যে ধুক করে উঠলো।হাসিখুশি এক নিমিষে মিশে গেল। Yn in mind : "মানুষটা চলে গেল??আমাকে একবার বলার প্রয়োজন ও মনে করলো না?? কালকে তো অনেক বড় বড় কথা বলছে। আর আজকে না বলেই চলে গেল?? অনেক খারাপ আপনি অনেক খারাপ একবার ও বুঝি বলতে পারতো না আমাকে??এতই জরুরি হয়ে গেছে কাজ?? আবার ভাবতে লাগলাম আমাকে কেন বলবে আমি ওনার কে?? শুধু শুধু আমি মন খারাপ করতেছি।উনি তো আমাকে পাত্তা ই দেয়না যা বড় ভাই হিসেবে কর্তব্য পালন করে এতটুকু। আর আমার ই বা কেন খারাপ লাগতেছে?? আমার ভাবনার মধ্যে yn2 আমাকে কনুই দিয়ে ঠেলে দেয় ওমনি ভাবনার জগৎ থেকে বের হই। Yn2:কি ভাবতেছস এমন।আমাদের তো নাচার কথা।এমন মুখ ফুলিয়ে বসে আছিস কেন। আমি একটা মিথ্যা হাসি দিয়ে মা দোলায় : Yn : না কিছু না। তখনই tae বলে: Taehyung : মামা ও আমাকে কালকে রাতে বলছে।আমি দেখবো খালামুনি দের সাথে আমাকে যেতে বলছে ও।কি কি লাগে তা দেখতে বলছে।ওর নাকি অফিসে অনেক কাজ জমে গেছে তাই সকাল সকাল চলে গেছে। yn/f: ও তাহলে তো ভালো। তোমার আম্মু আসবে না?? Taehyung : হ্যাঁ মামা। আম্মু আসবে। . 300Cp . #fyp @TikTok

♡𝐉𝐞𝐨𝐧_𝐀𝐫𝐮♡
♡𝐉𝐞𝐨𝐧_𝐀𝐫𝐮♡
Open In TikTok:
Region: BD
Tuesday 21 January 2025 15:47:38 GMT
2518
77
14
72

Music

Download

Comments

bts.lover5534
Bts lover :
next part den apo plz plz plz sona apo amer jan apo 🥰🥰🥰
2025-01-25 13:34:37
0
isratiiii.1
Israt khondakar :
next part apuni
2025-01-21 17:36:19
0
kim.taehyung9988
🍁Farhana 🍁 :
next part
2025-01-22 04:31:18
0
rose..309
🌷🖤"জাতির ধলা আফা"🖤🌷 :
next part
2025-01-24 10:04:16
0
nahu8767
neha💫 :
next part taratari daw plzzzzzzzz 🥺😭
2025-02-02 11:41:24
0
samiyasamiya5334
{SAMIYA JAHAN}💗 :
nxt
2025-01-22 03:58:50
0
sadia.jamal56
Sadia Jamal :
😁
2025-02-22 10:42:29
1
nazifa.islam907
🎀🩷أنت جميل.🩷🎀 :
🥰
2025-01-22 02:15:46
1
To see more videos from user @kookeii97, please go to the Tikwm homepage.

Other Videos


About