@sufian_660: "বই পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!" "যদি একটি বই পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। গভীর রাতে ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন সে একটি বই বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে, এক কাপ চা দিয়েন তাকে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখিয়েন। কিছুক্ষণের জন্য সে হয়তো হারিয়ে যাবে, আপনার হয়তো মনে হবে আপনার বুকে মাথা রেখেও সে আসলে হেঁটে বেড়াচ্ছে অন্য কোনো জগতে। ভয় পাবেন না, শেষ পর্যন্ত সে আপনার কাছেই ফিরে আসবে। সে এমনভাবে কথা বলবে যেন বইয়ের সব চরিত্রগুলোই বাস্তব, কারণ কিছুক্ষণের জন্য তারা আসলেই তাই। লেখাঃ আতিক উল্লাহ হাফিঃ #mahram #foruyou #paryoupage #as🎯🎀 #abdullahsufian06📸✌️ #fy