@its_your_alamin: জীবনের অনেকটা সময় ভালোবাসার মানে খুঁজেছি ভেবেছি মানুষ কেনো ভালোবাসে, ভালোবাসলেই কষ্ট পেতে হবে জেনেও মানুষ কেনো ভালোবাসে । ভালোবেসেতো কেউ সুখে নেই। কিন্তু, তোমাকে দেখার পর আমি বুঝতে পেরেছি ভালোবাসা মানে তোমার ঠোঁটে লেগে থাকা হাসি । ভালোলাগা মানে তোমার চোখের কাজল ঠোঁটের কোণে জড়িয়ে থাকা সেই তিল। কপালের ছোট্ট ঐ কালো টিপ আর বারংবার বাতাসে তোমার গাল ছুঁয়ে দেয়া সেই খুচরো চুল। তোমাকে ভালোবাসার পর ভালোবাসা বলতে আমি বুঝেছি তোমার দূরত্বে মন খারাপ হওয়া তুমি নেই ভাবতেই চোখ ভিজে আসা, তুমি কাছে থাকলেই যেনো নিজেকে খুঁজে পাওয়া। মানুষ বলে ভালোবাসলে দুঃখ পেতে হয় তবুও কেনো তারা ভালোবাসে! এই যে ভালোবাসার এক মধুর অনুভূতি এই মায়া ভালোবাসার মানুষটার জন্যে সব দুঃখকে মুহূর্তেই হার মানিয়ে দেয়। তোমাকে ভালোবাসার পরে অবশেষে বুঝতে পেরেছি ।।#foryou #foryoupage #music #trending #lyrics #plzunfrezemyaccount #its_yors_alamin #bd_editz_society