@jeon_nusrat77: [অবহেলা] part 68 yn এর কান্নামিশ্রিত করা কন্ঠে অভিযোগ গুলো শুনে Jungkook এর বুকটা জ্বলেপুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে। মেয়েটাতো প্রথম থেকেই কষ্ট পেয়ে আসছে। yn এর সাথে হয়তো একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছে সে। তারপর yn আবারও বলে উঠে "কি হলো কথা বলছেন না কেন? সারাদিন তো ছেলেমেয়েদের সাথে নানানরকমের কথা বলেন,আমার সাথে সামান্য একটা কথাও কি বলা যায় না? আপনি হয়তো জানেননা এই কয়দিন আমি কতটা কষ্টে ছিলাম? তাহলে যেনে বুঝে কেনও আমাকে এতটা কষ্ট দিচ্ছেন? বিশ্বাস করুন আমি আপনার থেকে আর দূরে দূরে থাকতে পারছি না। বাচ্চারা চুপটি করে খেলা করছে। Jungkook আর কিছু না বলে বেলকনিতে চলে যায়, এতে yn অনেকটায় আশাহত হয়ে যায়। চোখের পানিগুলো মুছে মনে মনে বলে উঠে " আমি এতোটাই ফেলনা হয়ে গেলাম আপনার কাছে? যে একবার আমার দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেননি? yn আর না পেরে অতিকষ্টে বলে উঠে "ঐদিন যদি মরে যেতাম তাহলে অনেক ভালো ছিলো। ঠিকআছে আমি আপাকে আর বিরক্ত করবো না। আমি আপনার বিরক্তির কারণ তাইতো আমার সাথে আপনি কথা বলেন না? ঠিক আছে আমি চলে যাবো অনেক দূরে।যেখানে আপনি হাজার চাইলেও আমাকে খুঁজে পাবেন না। yn এর এই কথাগুলো শুনে Jungkook এর বুকটা ধুক করে উঠে। তারসাথে ভিষণ রাগও হয়। তারপরও যখন yn দেখলো Jungkook তার দিকে ফিরেও তাকায় না তখন সে চোখেরপানিগুলো মুছে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে কেউ একজন তার হাত শক্ত করে ধরে ফেলে। এতে yn এর শারা শরীরে একটা কম্পন সৃষ্টি হয়। Jungkook yn এর হাত ধরে টান দিয়ে সামনের দিকে ঘুড়িয়ে গাল বরাবর ঠাসসস করে একটা থাপ্পড় দিয়ে বসে। yn অবাক পানে তাকিয়ে থাকে Jungkook এর দিকে। Jungkook এইবার কিছুটা চিৎকার দিয়ে বলে উঠে " আমার যা ইচ্ছা তাই করবো আমি তোর সাথে। কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা দ্বিতীয় বার মুখে আনলে আমি তোর কথা বলার জন্য ওইমুখটাই রাখবো না। yn মাথা নিচু করে কান্না করে যাচ্ছে। সুন্দর করেওতো কথাগুলো বলা যায়। তাই বলে আবারও থাপ্পড় দিবে? Jungkook আর কিছু না ভেবে yn কে হেচকা টান দিয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে নেই। অনেকদিন পর আবারও এই বুকে স্থান পেয়ে yn আর পারলো না নিজেকে শান্ত রাখতে, চিৎকার করে কান্না করে দেয়। Jungkook এর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অজস্র নোনা জল। Jungkook ধরা গলায় বলে উঠে "কেন বারবার সেই একি কথা বলিস তুই? তোকে ছাড়া যে আমি আমার নিজের অস্তিত্ব খুজে পায়না। তুই চলে গেলে আমি বাঁচবো কীভাবে সেটা বলতে পারিস তুই? জানিস এই কয়টা মাস তেকে ছাড়া কতটা ছটফট করেছি আমি? তারপরও কেন চলে যাওয়ার কথা বলিস? yn Jungkook এর শার্ট আরেকটু খামছে ধরে বলে উঠে " আপনিওতো আমাদের ছেড়ে ফ্ল্যাটে চলে এসেছিলেন। ২ মাস ধরে কথা বলেন না আমার সাথে। তখন কষ্ট হয়নি আপনার? -এই দুই মাস তোর সাথে আমি কথা না বলাতে তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকে দ্বিগুণ কষ্ট আমি পেয়েছি। -তাহলে কেন কথা বলেননি আমার সাথে? -তোর একটু শাস্তির প্রোয়জন ছিলো তাই। সময়ে সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নিস আর অনেক সময় যা বলবি তাই করবি। কি এমন ক্ষতি হতো যদি ওইদিন আমাকে একটু সুযোগ দিতি? তাহলেতো আমাকে তোর থেকে আর দূরে থাকতে হতো না। -এই কয়মাসে কি আমি ভালো ছিলাম? আমি ও তো আপনার সাথে অভিমান করে কথা বলা বন্ধ করে দিতে পারি। যদি কারণটা বলেন তাহলে আমিও বলতে পারি,কেনো আপনি suho আর লিসার কাহিনি গুলো আমার থেকে লুকিয়েছিলেন? আমাকেতো আপনি বলতে পারতেন? Jungkook কিছুটা কান্নামিশ্রিত কন্ঠে বলে উঠে "তোকে হারানোর ভয়ে বলতে পারিনি। বিশ্বাস কর অনেক বার বলতে চেয়েছি কিন্তু পারিনি। এসব বিষয় নিয়ে যদি তুই সারাদিন চিন্তা করিস তার জন্য. -আমাকে যে এতো আগে থেকে ভালোবাসেন সেটা আগে কেনো বলেননি? -কারণ আমার বাচ্চাদের মা যে তখন ভিষণ ছোট্ট ছিলো। -হয়েছে আর কিছু বলতে হবে না, নিশ্চয়ই অনেক ক্ষুদা লেগেছে আপনার খেতে আসেন। এখন, ছাড়ুন আমায়। কিন্তু Jungkook ছাড়ার বদলে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে yn কে। yn : কি হলো? -উহু এখন আমি ছাড়তে পারবো না। এভাবে থাক জান ভালো লাগছে আমার। অনেকদিন পর Jungkook এর মুখ থেকে জান ডাকটা শুনে yn এর শরীরে আলাদা এক কম্পন সৃষ্টি হয়।Jungkook কিছুটা ঘোড় মিশ্রত কন্ঠে বলে " জান তোর মধ্যে এমন কি আছে যে যেটা আমাকে মাতাল করে তুলে বারংবার। আগে যে নিজেকে কি কষ্টে কন্ট্রোল করতে হতো সেটা একমাত্র আমি জানি। আজকে কিন্তু আমার বাচ্চাদের মাকে অনেক কিউট লাগছে। মন চাচ্ছে একেবারে খেয়ে ফেলি। yn কিছুটা ধরা গলায় বলে উঠে -এতোটা ভালোবাসেন কেন আমায়?যদি কোনোদিন হারিয়ে যাই আপনার জীবণ থেকে?তখন কি করবেন আপনি?? তখন jungkook। yn কে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে একটা গানের কলি বলে উঠে "জেনে রাখিস মরনেও আমার হয়ে তুই থাকবি অন্তরে হয়ে থাকিস তুই শুধু আমার দেহ জুরে.. ওম রে... yn মন দিয়ে Jungkook এর গাওয়া গানটা অনুভব করে yn।আজকে নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবতী নারী বলে মনে হচ্ছে নিজের কাছে ৭০০+সিপি