@deadperson083: তাকে বলতে না পারা কিছু কথা ~ 😅💔 - তোমাকে নিয়ে যাদের কাছে গর্ব করতাম! সেই তুমি আজ আমার পাশে নেই! যে তোমাকে নিয়ে অন্যদের কাছে গর্ব করতাম সেই তুমি আজ আমার কাছে নেই! যে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না সে তোমাকে দেখি আজ অন্যদের পাশে! হঠাৎ করে এক নিমেষ শেষ করে দিলে সব কিছু! কোথায় হারিয়ে গেলে সেই তুমি? যাকে আমি খুবই ভালোবাসতাম! আজ খুবই অবাক লাগে তোমাকে দেখলে "নিমেষেই শেষ করে দিলা " আমাদের সব ভালোবাসা, আমাদের সাজানো এতো স্বপ্ন!! 😅❤️🩹 - এইতো তুমি সেই তুমি না, তুমি তো সবসময় বলতে আমাকে ছাড়া থাকতে পারবে না ! কথা না বলে থাকতে পারবে না! তুমি না আমাকে বলেছিলে, আমাকে ছাড়া অন্য কারো সাথে জীবন গড়ার স্বপ্ন ও দেখবে না!! তাহলে কিভাবে থাকো আমাকে ছাড়া একটু কষ্ট লাগে না -? তুমি তো এমন হওয়ার কথা ছিলে না !! তাহলে কেন এমন হলে -? 😅💔 #noakhali #everyonefollowers #CapCut #foryou #tasnime1 #everyoneactive