@jisan_bhaiii: আমার ৪ বছরের রিলেশনে থাকা বেকার প্রেমিক সরকারি চাকরি পেলো আজ ছয় দিন। এই ছয়দিনে তাকে নতুন রূপে আবিষ্কার করলাম। আমি নতুন করে মানুষ চিনলাম। আমি বুঝতেই পারছি না, চাকরি পাওয়ার সাথে আমাকে অবহেলা করার সম্পর্ক টা কিভাবে আসলো। এই মানুষ টাকে আমি গত রাতে ২৪ বার তার নাম্বারে কল দিলাম, ৪ বার মেসেঞ্জারে কল দিলাম। সে রিসিভ করলো না। এত এত মেসেজ দিয়ে রাখলাম, দেখলো না। সকালে অবশ্য ভদ্রতা করে একটা মিসড কল দিয়েছিলো। আমি যখন ব্যাক করে জিগ্যেস করলাম আমার কল রিসিভ করলেন না যে? তার উত্তর ছিলো: এত রাতে এতবার কল দিছো কেন? দেখছো একবার রিসিভ করি নাই, তাও দিছো কেন? জাননা সকালে অফিস?..... শুনে আমি আকাশ থেকে পরলাম। নিজেকে সামলে নিয়ে বললাম ও আচ্ছা পুরাতন অভ্যাস। তাহলে চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের এত রাতের পর রাত জেগে কথা বলা সবকিছু মিথ্যা লাগছিলো তখন। সে মনে হয় সবকিছু ভুলে গেছে। যেই মানুষ টা আমাকে এক ঘণ্টা কল না দিয়ে থাকতে পারতো না সে আজ আমার কলে বিরক্ত হচ্ছে... চিনতেই পারছি না এটা আমার ৪ বছরের প্রেমিক। আমি ওর কাছে কখনো বেশি ভালোবাসা প্রকাশ করতে চাইনি। আমি একটু অভারথিংক বেশি করতাম। আমি ভাবতাম যদি আমি বেশি ভালোবাসা প্রকাশ করি সে চেঞ্জ হয়ে যায় যদি! আমাকে যদি ভালোবাসা কমিয়ে দেয়! কিন্তু একটা সময় পর আর ভালোবাসা, কেয়ার, কান্না, আবেগ নিয়ন্ত্রণ করতে পারি নি। বুঝিয়ে দিলাম আমি তাকে ছাড়া শুন্য। ভাবলাম আমি ভালোবাসা বুঝতে দিলে সে হয়ত আমাকে আরো বেশি প্রায়োরিটি দিবে। দিলো না... সে আমাকে অকারনে অবহেলা শুরু করলো। আমি কষ্টে থাকলে, তাকে শেয়ার করলে সবসময় আমার সবকিছু এড়িয়ে যাওয়া শুরু করলো। শুধু নিয়ম করে কল দিয়ে "কি করো"- বলা ছাড়া আর কোনো কথাই তার বলতে ইচ্ছে করেনা রিলেশনের শুরুর দিকে আমি তাকে জিজ্ঞেস করতাম আপনি চেঞ্জ হয়ে যাবেন না তো একদিন? সে বলতো আরে বাবা চেঞ্জ হবো কেন, ভালোবাসলে কেও চেঞ্জ হয় নাকি। আর যারা চেঞ্জ হয়ে যায় ওরা ভালোবাসে নাই বুঝে নিবা। এই ছেলেটা চেঞ্জ হয়ে গেলো। তবে কি সে আমায় ভালোবাসে নাই? পিছন ফিরে তাকালে কি সব স্মৃতি মিথ্যা? আমি এত করে বুঝাতে চেষ্টা করলাম আমি ইগ্নোর নিতে পারছি না, আমি ভালো নাই। আমার সাথে কেন ঠিকমত কথা বলেন না। সে কিচ্ছু শুনলো না।কথা ঘুরিয়ে নিলো প্রতিটা সময়। আমি চাইতাম সে বলুক, " শুনো এত ভাবিও না, আমি তোমারই আছি, এত ভয় পেও না, সব ঠিক হবে দেখো"। এটুক বললে কি কোনো মেয়ের কোনো কষ্ট থাকে? সে আমাকে বুঝলো না। মানুষ চেনা কি তাহলে খুব কঠিন? আমি কি তাহলে তাকে ৪ বছরে চিনতে পারি নি? সে পরিবর্তন হয়ে যাবে সে কি জানতো? আর না আমি জানতাম। আমি ভেবেছিলাম সে আমাকে মাথায় করে রাখবে। কিন্তু সে আমায় তার পায়ের কাছে রেখে দিলো, আমার আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, আমার কঠোরা বিসর্জন দিয়ে তাকে ভালোবেসে পেলাম অবহেলা আর খারাপ ব্যবহার।আমিও হয়ত চেঞ্জ হয়ে যাবো। বয়স তো আর ২১/২২ এ আজীবন পরে থাকবে না। তার মত ম্যাচিউরড হয়ে যাবো। নিজের ভালো বুঝতে শিখবো। হয়ত জীবন থেকে কিছু সময়ের জন্য শান্তি, উচ্ছ্বাস থমকে থাকবে। কিন্তু পারব... আমাদের এই সুন্দর হাসিখুশি মাখা বয়স টা যেসব বেকার প্রেমিক রা চাকরি পেয়ে পিষিয়ে দিয়ে যায় তাদের কাছ থেকে এক সমুদ্র অভিমান নিয়ে সরে আসা ছাড়া কিছুই করার নেই। পাঠিয়েছেন (নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু) #viral #rg_jisuu #trend
Jisuuu :)🥂🎀
Region: BD
Wednesday 05 February 2025 04:48:04 GMT
Music
Download
Comments
°R_A_F_S_A_N° :
@😅❤️🩹
2025-02-05 08:41:55
2
💫♡ অপদার্থ シ🦋 :
@Rakib Ahmed Caption😅💔
2025-02-05 15:03:42
1
papiya 💞 :
💔💔😂
2025-02-05 07:43:50
1
🦋👑 সুহাসিনী 👑🦋 :
💔😅
2025-02-05 07:41:40
1
~🎀♡ 𝐍𝚊ყэ๓ Ǻʰ๓эԃ𝙯 ♡🫀~ :
🥰🥰🥰
2025-02-05 06:54:45
1
To see more videos from user @jisan_bhaiii, please go to the Tikwm
homepage.