@onumegajannat: আমি আর আগের মতোন সেই গায়ে-পড়া মেয়েটা নেই। যাকে, কেউ অবহেলা করলেও নির্লজ্জের মতো তার কাছেই পড়ে থাকবো। কেউ বিনা দোষে আঘাত করলেও কাছের মানুষের দেওয়া উপহার ভেবে হাসিমুখে সহ্য করে যাবো। কেউ দিনের পর দিন মিথ্যে বলে ঠকিয়ে যাচ্ছে জেনেও বিচ্ছেদের ভয়ে সব মুখ বুজে হজম করে নেবো। এখন বুঝতে শিখেছি খুব! বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাটাও বেড়েছে ঢের। সোজাসুজি বলতে গেলে, স্বভাবের পরিবর্তন আর কি! এখন আমি তাকেই ভালবাসি, যারা আমাকে ভালবাসে। আমি এখন তাদের নিয়েই থাকি, যারা আমার সঙ্গ পছন্দ করে। আমি এখন তাদের প্রয়োজনে ছুটে যাই, যাদের কিনা আমার প্রয়োজনে পাই। আমি তাদেরকেই প্রায়োরিটি লিষ্টে রাখি, যাদের প্রায়োরিটি লিষ্টের প্রথমে আমি থাকি। প্রয়োজনের তুলনায় মানুষকে অধিক গুরুত্ব দেওয়ার স্বভাবটা পালটে নিয়েছি৷ এতে কেউ আমায় স্বার্থপর বলে আখ্যায়িত করলে কিছুই যায় আসে না আমার। কারণ নিজের কাছে নিজের মূল্য না থাকলে অন্যের কাছে মূল্য প্রত্যাশা করা বোকামি। নিজের কাছে নিজেকে ছোট করে অন্যের কাছে বড় হওয়ার কোনো মানেই হয় না। #bdtiktokofficial #foryourpage #foryou #tiktok #bangladesh🇧🇩