@tasin_khan8: আমি না থাকলেও তোমারে আগলে রাখার মানুষের অভাব নেই শহর জুড়ে। আমি তোমার কোথাও এক সময় ছিলাম পরিচয় হীনতা নিয়ে। খুব গোপনে খুব নিভৃতে আর নীরবে। সগৌরবে তোমার চারপাশে তখনো সমাগম ছিলো অনেক মানুষের, এখনো আছে! অথচ আমি ভাবতাম আমিই তোমার একমাত্র। তুমি আমারই একান্ত!🖤#foryoupage