@d_hyj: #لايك__explore___ #طلعوهه_آكسبلور #تبوك #الدخل

.
.
Open In TikTok:
Region: SA
Friday 21 February 2025 10:02:37 GMT
1254
175
2
10

Music

Download

Comments

bf_346
نوف 🌷 :
السلام عليكم يوجد وظائف سعوده عن بعد محدوده براتب 3000 بدون تامينات وفيه تسجيل تامينات براتب 4500 الي يبغا سعوده يتواصل معي خاص ارسل له رقم المؤسسه،،
2025-02-22 10:08:47
0
tx6xb
عبارات تلجرام بلبايو حيياك🇰🇼 :
😣
2025-02-21 21:06:28
0
To see more videos from user @d_hyj, please go to the Tikwm homepage.

Other Videos


"𝐏𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐨𝐫 𝐊𝐢𝐦 S2" (Part 44) Pov:- সন্ধ্যা পেরিয়ে রাত। আশেপাশে মানুষ জনের আনাগোনা বাড়ছে।রাতের অন্ধকারে কৃত্রিম আলোয় লোকজনের উপস্থিতিতে মেঘনার চর হয়ে উঠেছে এখন রমরমা ছোট ছোট স্টল ঘুরে ফিরে কেনাকাটা করছেন কতজনে।আবার কেউ কেউ হাঁটছে হাত ধরে এতো কিছুর মধ্যেও এক জোড়া চোখ খুঁজে চলেছে তোমাকে।আশেপাশে সব জায়গায় খুঁজেছে পাচ্ছে না কোথাও। তুহিন অন্যদিকে গিয়েছে,অয়ন মাহিন একসাথে।আহাদ রয়ে গেছে জিসো জিসান শ্রেয়া ছোয়ার কাছে। Tae একা এদিকটায় এসেছে চিন্তিত কিনা বোঝা যাচ্ছে না।তবে রেগে আছে লোকটা।সবাই যেখানে একসঙ্গে রয়েছে সেখানে এই মেয়ে কোথায় লাপাত্তা হয়ে গেছে।গেছে তো গেছে সবাইকে টেনশনে ফেলে রেখে গেছে দুচোখ ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আশেপাশে।কিন্তু কোথাও স্টুপিড মেয়েটার খোঁজ নেই।কাছে পেলে চড়িয়ে গাল লাল করে দেবে একদম কিছুদূর এগোতেই চোখ ছোট ছোট হয়ে গেলো।ভ্রু জোড়া শিথিল হলো। সামনেই দেখা যাচ্ছে তোমাকে।একা একা হেঁটে আসছো জোরে জোরে পা ফেলে হাটছো।দেখে যতটুকু বোঝা যাচ্ছে কিছু নিয়ে বেশ রেগে আছো।রাগে গজগজ করতে করতেই এগিয়ে আসছো।কিন্তু হঠাৎ এতো রাগ কি নিয়ে Yn:শা°লা আজকে বেঁচে গেলি।সাহস থাকলে আবার আসিস তখন সবকটা কে বুঝিয়ে দিবো আমি... Tae:Yn! পা জোড়া থেমে গেলো।কন্ঠ না চিনেই রেগে চোখ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে চেঁচিয়ে বললে Yn:কি হয়েছে!? চোখ খুলতেই অবাক হলে।দ্বিতীয় বার গালির শব্দ উচ্চারণ করতে মুখ টা হা করতেই থেমে গেলে সামনের মানুষটিকে দেখে।পকেটে হাত রেখে প্রশ্ন সূচক দৃষ্টিতে চোখ ছোট ছোট করে তাকিয়ে সে।কিন্তু এখানে কেনো?সেতো সারা আপুর সাথে... পরপর মনে পড়ে গেলো কিছু মুহূর্ত আগের ঘটনা।মাহিন কে চা আনতে পাঠিয়ে ছিলে।ওকে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল ওর থেকে কেটে পড়া।চা খাওয়া তো বাহানা ছিল মাত্র।পরপর ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই চোখ পড়লো কিছুদূর হেঁটে আসা Tae এবং Saraর দিকে দুজনে পাশাপাশি হাঁটছে।হেসে হেসে কথা বলছে।সারা বাদাম ছিলে খাচ্ছে।মাঝে মাঝে আবার Tae কেও দিচ্ছে।তবে Tae খাচ্ছে না ওদের এভাবে দেখে মাথাচাড়া দিয়ে উঠলো সেদিনের ঘটনা।জেগে উঠলো কষ্টের পাহাড়।বুকটা ভার হয়ে এলো।গলার কাছে সব কষ্ট কুন্ডুলি পাকিয়ে গেলো।ঢোক গিলতেও কষ্ট হচ্ছে ওখানে আর না থেকে উল্টো পথে হাঁটা শুরু করলে।যদিও আগেই ওখান থেকে চলে যেতে এখন আরো দ্রুত সরে গেলে কষ্ট গুলো দ্বিতীয় বারের মতো ঢোক গিলে ভেতরে চেপে নিলে।নিজেকে স্বাভাবিক করে হাসি টেনে বললে Yn:আরে স্যার যে!হঠাৎ আমার কথা?কি মনে করে Taeর চোখ জোড়া আরো ছোট আকার ধারন করলো।তবে মুখাবয়ব শান্ত শিথিল।চেয়ে আছে তোমার দিকে,বোঝার চেষ্টা করছে হয়তো কিছু Tae শান্ত তবে গম্ভীর কন্ঠে জিজ্ঞেস করল Tae:কোথায় গিয়েছিলে? Yn:আমার কি ভাগ্য স্যার আমাকে খুঁজছে!ওয়াহ এই দিনও দেখার ছিলো Tae:আমি জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে? Taeর ভারী কন্ঠস্বর শুনে দমে গেলে।তবে ছেড়ে দেওয়ারও পাত্রী তুমি নও হু Yn:কেনো হাওয়া খেতে গিয়েছিলাম বয়ফ্রেন্ডের সাথে।এগুলোও বলে যেতে হবে নাকি দিস ইজ অ্যা পার্সোনাল ম্যাটার Tae চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস ছাড়লো।অতঃপর তোমার দিকে তাকিয়ে বললো Tae:শুধু হাওয়ায় বড় হলেই আর বক্সিং করলেই হয়ে যায় না।মাথায় একটু বুদ্ধি থাকাও দরকার ধার করে টেনে আনা হাসিহাসি মুখ টাও চুপসে গেলো।ঘনঘন চোখের পলক ফেললে।বোঝার চেষ্টা করলে কি বললো সে।বুঝতে পেরেই ফুঁসে উঠে বললে Yn:বুদ্ধি নেই মানে?কি বোঝাতে চাইছেন আপনি? Tae:যা বুঝতে পেরেছো তাই কোমড়ে হাত ঠেকিয়ে দাঁড়ালে চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকালে Taeর দিকে।প্রশ্ন আসছে মনে "লোকটা কি ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে আমার বুদ্ধি নেই?মানে আমি বলদ!শুদ্ধ ভাষায় বোকা?কিন্তু কোন যুক্তিতে?" Tae:এতো গুলো মানুষকে টেনশনে ফেলে কোথায় গিয়েছিলে।ওহ সরি বয়ফ্রেন্ডের সাথে হাওয়া খেতে গিয়েছিলে।তা মাথায় কি সামান্যতম সেন্স নেই?যে মানুষ গুলো টেনশন করতে পারে আমাকে খুঁজে না পেলে।নাকি সেগুলোও বয়ফ্রেন্ডকে পেয়ে হারিয়ে ফেলেছো? অপমানে মুখ ছোট হয়ে গেলো।কিন্তু রাগও হলো।সে নিজে যেমন অন্যকেও তেমন ভাবে নাকি?নিজে তো ঢ্যাং ঢ্যাং করে মেয়েদের সাথে ঘুরে বেড়ায় আর সবার সামনে ভালো সাজে।কই সেতো কিছু বলেনা আর আমি যদি কাউকে নিয়ে হাওয়া খেতেও যাই তাহলে সেটা নিয়ে এতো কথা হচ্ছে কেনো?হোয়াই? Tae:চলো! . উদাস নয়নে তাকিয়ে আছে Jiso।এখনো কোনো খবর এলোনা।তখনই তুহিন এসে দাঁড়ালো পাশে।ওকে দেখে Jiso জিজ্ঞেস করলো Jiso:কি হলো পেয়েছো ওকে? তুহিন দুপাশে মাথা নাড়লো।পরপর হাজির হলো অয়ন,মাহিন "বেয়ান কে পেলাম না" সবাই যখন উদাস,চিন্তিত তখন এলো Tae।ওকে দেখেই প্রশ্ন করলো Jiso:কিরে ওকে... নজর পড়লো পেছনে থাকা তোমার উপর।ছুটে এলো jiso Jiso:কোথায় গিয়েছিলি Yn:abb Tae:নদীর পাশে হাওয়া খেতে Jiso:তুইও না।আমরা কত টেনশনে ছিলাম আয় হাত ধরে নিয়ে গেলো।আড়চোখে একবার তাকালে দাঁড়িয়ে থাকা Taeর দিকে .

About