@islamicbani37: রাসূল (সাঃ) বলেছেন, যখন রমাযান (রমজান) মাসের প্রথম রাত হয় শয়তান ও অবাধ্য জ্বীনদেরকে বন্দী করা হয়। জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেয়া হয়। এর একটিও খোলা রাখা হয় না ।এদিকে জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয়। একটিও বন্ধ রাখা হয় না । আহ্বানকারী (মালিক বা ফেরেস্তা) ঘোষণা দেন, হে কল্যাণ অনুসন্ধানকারী !! আল্লাহর কাছে এগিয়ে যাও। হে অকল্যাণ ও মন্দ অনুসন্ধানকারী। (অকল্যাণ কাজ হতে) থেমে যাও। এ মাসে আল্লাহ তায়ালাই মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন এবং এটা রমাযান (রমজান) মাসের প্রত্যেক রাতেই হয়ে থাকে। ( মিশকাতুল মাসাবীহ, ১৯৬০ ) #islamicvideo#fyp#foryoupage#foryou#alahuakbar#islam#islamic#viralvideo#islamicreminder @TikTok @For You @highlight