@asiya_binte79g: মেয়েরাও কাঁদে!! কখনও নিজের জন্য! কখনও মা বাবার জন্য! কখনও আবার ভাই বোনের জন্য! কারণে অকারণে কাঁদে! কখনও ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য!! কখনও নিজের বাড়ির জন্য! কখনও ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য! কখনও নিজের সাজানো চার দেওয়ালের ছোট্ট রুম টার জন্য! কখনও নিজের আত্নসম্মান রক্ষা জন্য!আর শেষমেষ নিকস অন্ধকারে!' মেয়েদের জীবন"টা হচ্ছে একটা ভাসমান নৌকার মতো..!!কোথাও স্থায়ী ভাবে থাকতে চাইলেও থাকে না। কখনও বা বাবার বাড়িতে..!!কখনও শশুর বাড়িতে..!কখনও বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে..!!একটা সময় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অবধি জায়গা হয় অন্ধকার ঘরে। মেয়েদের সারাজীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না। মেয়েদের কখনও জানা হয় না কোন বাড়ি'টা তাদের জন্য নির্দিষ্ট ! কোন বাড়ি'টা তার নিজের! কোন পরিবারের নিদিষ্ট মেম্বার সে! তারপরও, মেয়েরা চারিপাশে সামলিয়ে বেঁচে থাকে। কখনও মূল্য পেয়ে আবার কখনও মূল্যহীন হয়ে। নিজের জন্য; নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য! মেয়েরাও ভালো থাকতে চায়! শান্তিতে বেঁচে থাকতে চায়..! জীবন একটা হলে-ও মেয়েদের জীবনে জন্ম আসে কয়েকবার!'কারো সুখের জন্ম!' কারো বিষাদের জন্ম!'জন্মান্তরে মেয়েরা চিরকালই শুকনো পাতা!'চুড়মুড় করে ভাঙার অধিকার কেবল মেয়েদেরই!' জীবন তো একটা!' পৃথিবীর সকল নারীরা বেঁচে থাকুক তার প্রাপ্য সম্মান নিয়ে!'😅❤️🩹 #asiya #foryou #asiya_binty79g #for @TikTok