@princemahmudnay57: ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে গণঅধিকার পরিষদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত! দেশের চলমান পরিস্থিতি ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে! গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন: ১. নুরুল হক নুর-সভাপতি-জিওপি ২. ফারুক হাসান-মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি-জিওপি ৩. হাসান আল মামুন - (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদ - জিওপি ৪. আব্দুস জাহের- উচ্চতর পরিষদের সদস্য ৫. হাবিবুর রহমান রিজু-উচ্চতর পরিষদের সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে ছিলেন: ১. ডা. শফিকুর রহমান-আমীরে জামায়াত ২. অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার- সেক্রেটারী জেনারেল ৩. মাওলানা রফিকুল ইসলাম খান- সহকারি সেক্রেটারি জেনারেল ৪. মাওলানা আব্দুল হালিম-সহকারি সেক্রেটারি জেনারেল।। #জামাত_শিবির_সংগঠন #গণঅধিকার_পরিষদ #নুরুলহকনুর