ADRITA KHAN :
তার কাছে তাকে ভিক্ষা চেয়েও পাইনি,তার পায়ে ধরেও রাখতে পারলাম না,আর কীইবা করার আছে আমার, আমি তো তার জন্য নিজের ফ্যামিলির বিরুদ্ধেও গিয়েছি,সবার চোখে ছোট হয়েছি,তবুও আমি তাকেই চেয়েছি,সে চলে গেলেও বার বার ফিরিয়ে এনেছি,কিন্তু আর কতো,আর কতো ফিরিয়ে আনবো,সম্পর্কের টান দোজনেরই সমান থাকা দরকার,কিন্তু আমাদের সম্পর্কে তার কোনো টান ছিল না,সে বারবার আমাকে ছেড়ে চলে যেতো,আমি বেহায়া বারবার তার পায়ে ধরে তাকে ফিরিয়ে আনতাম, কিন্তু এবার হাল ছাইড়া দিলাম,কারণ সে আর ফিরবে না,যতো যাই করি না কেন 😔💔🥀
2025-03-10 06:11:34