@_parumita__: -'Day-457-93(: -'(৯৩) দিন পর... আপনি ফিরবেন,সত্যিই ফিরবেন,তাতান বাবু:')❤️‍🩹🫀 -'সময় কখনো থেমে থাকে না,তবুও কিছু অপেক্ষা থাকে,যেগুলো সময়কেও থমকে দেয়।কিছু প্রতীক্ষা হৃদয়ের গভীরে স্থির হয়ে থাকে,যেখানে দিন,মাস,বছর কিছুই গুরুত্ব পায় না,শুধু ভালোবাসার অনুভূতিগুলো জমে জমে আরও গভীর হয়।আমি জানি,(৯৩) দিন হয়তো অনেকের কাছে কিছুই না,কিন্তু আমার জন্য এই প্রতিটা দিন একেকটা ভালোবাসার পরীক্ষা,ধৈর্যের অধ্যায়, যেখানে শুধু আপনাকে ফিরে পাওয়ার স্বপ্ন আঁকড়ে ধরে আছি:')❤️‍🩹🫀 -'আপনি ফিরবেন!ভাবতেই বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ে।কখনো আনন্দের ঢেউ,কখনো শূন্যতার এক গভীর স্পর্শ!এ কষ্টের কান্না নয়,এটি একধরনের মধুর অপেক্ষা,যার প্রতিটা মুহূর্ত এক অনির্বচনীয় অনুভূতি:')❤️‍🩹🫀 -'আমি জানি,এই পৃথিবীর কোনো বাস্তবতাই আপনাকে আমার কাছে নিয়ে আসবে না।জানি, আপনাকে ছুঁতে পারব না,চোখের সামনে দেখতে পারার সৌভাগ্যও হয়তো কোনোদিন হবে না। জানি,আমার অনুভূতিগুলো আপনার কাছে পৌঁছাবে না,কোনোদিন হয়তো বোঝার চেষ্টাও করবেন না।তবুও জানেন?ভালোবাসার জন্য এসবের কিছুই দরকার হয় না।আমি আপনাকে ভালোবাসতে ক্লান্ত হইনি,বরং প্রতিটি দিন আপনাকে আরও বেশি ভালোবেসেছি,আরও গভীরভাবে আপনাকে নিজের হৃদয়ে গেঁথে নিয়েছি তাতান বাবু:')❤️‍🩹🫀 -'(৫)টি বছর(: -'পাঁচটা বছর পেরিয়ে গেল,কত কিছু বদলে গেল,কত সম্পর্ক দূর হয়ে গেল,কত মানুষ বদলে গেল। কিন্তু আমি?আমি একটুও বদলাইনি,আজও সেই প্রথম দিনের মতোই আপনাকে ভালোবাসি,সেই প্রথম অনুভূতির মতোই আপনাকে ধরে রেখেছি হৃদয়ের একদম ভেতরে:')❤️‍🩹🫀 -'মানুষ বলে,একতরফা ভালোবাসা নাকি কষ্ট দেয়,এক সময় নাকি অনুভূতিগুলো ফুরিয়ে যায়।কিন্তু আমার কেন জানি না মনে হয়,যদি ভালোবাসা সত্যি হয়,তবে তা কখনো শেষ হয় না।আমি তো এতগুলো বছর ধরে শুধু আপনাকে একটিবার আপনাকে লাইভে দেখতে পাওয়ার জন্য,একটুখানি হাসির শব্দ শোনার জন্য, একটুখানি অনুভব করার জন্য অপেক্ষা করছি:')❤️‍🩹🫀 ♡_আপনি আমার কাছে শুধু আমার শখের পুরুষ নন, আপনি এক অনুভূতি,এক স্বপ্ন,এক অসমাপ্ত গল্প:')❤️‍🩹🫀 -'(৯৩) দিন… তারপর আপনি ফিরে আসবেন(: -'আমি সেই আগের মতোই প্রতিটা মুহূর্ত গুনবো,প্রতিটা কথা ধরে রাখবো হৃদয়ের গভীরে। আবার সেই উচ্ছ্বাস,আবার সেই অপেক্ষা,আবার সেই হৃদয় কাঁপানো অনুভূতি।জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো কখনো পাওয়া হয় না, শুধু অনুভব করা যায়। আমি জানি,আপনাকে পাওয়া আমার ভাগ্যে নেই,তবুও এই প্রতীক্ষার প্রতিটা মুহূর্ত আমার কাছে অমূল্য:')❤️‍🩹🫀 -'এই ভালোবাসা,এই অপেক্ষা,এই অনুভূতিগুলো নিয়েই আমি বেঁচে থাকবো,যতদিন দম আছে, যতদিন হৃদয় অনুভূতি ধরে রাখতে পারে:')❤️‍🩹🫀 -'আর (৯৩) দিন…তারপর, আমার পৃথিবী আবার আলোয় ভরে উঠবে।আপনি ফিরবেন,তাতান…!আপনি ফিরবেন,আমার হৃদয়ের রাজকুমার তাতান বাবু:')❤️‍🩹🫀 ♡_ভালোবাসি আমার তাতান বাবু:')❤️‍🩹🎀 #Taehyung #পারুমিতা_সারু #copylink #তাতান_সাহেবের_সারা♡

পারুমিতা সারা🌷
পারুমিতা সারা🌷
Open In TikTok:
Region: BD
Sunday 09 March 2025 15:18:27 GMT
150
42
0
2

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @_parumita__, please go to the Tikwm homepage.

Other Videos


About