@sanjidaakterruni143: একদিন তুমিও আফসোস করবা..😄❤️🩹 একদিন তুমিও আফসোস করবা জানো যখন বুঝবা আমার মতো কইরা কেও তোমারে ভালোবাসতে পারবে না তখন তোমার খুব আফসোস হবে! যখন বুঝবা স্বার্থের এই দুনিয়ায় কেউ তোমারে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতো তখন ও তুমি আফসোস করবা। যখন তুমি টের পাবা কেউ তোমারে পাওয়ার লাইগা রাত বেরাতে খোদার কাছে প্রার্থনা করতো, তখন তুমি আফসোস করবা। তবে তখন খুব দেরি হয়ে যাবে জানো তো! আমি তোমাকে ছাড়া বাঁচতে শিখে যাবো। তোমার পরিবর্তন আমাকে ও পরিবর্তন করে দিবে। তখন আমি আর তোমাকে চাইবো না! মানুষ কোনো কিছুর থেকে মুখ ফিরিয়ে নিলে সেদিকে আর ভুলেও তাকাই না! তুমি দুনিয়ার সব সুখ পাওয়ার পর ও আফসোস করবা! যখন কোনো খানে আমার মতো ভালোবাসার মানুষ পাইবা না তখন তোমার আফসোস করতে হবে! যখন বুঝবা কেউ তোমারে দুনিয়ার সব কিছুর বিনিময় চাইতো তখনও তুমি আফসোস করবা! যখন তুমি বুঝবা আমি আর তোমাকে চাই না তখন তুমি ঠিকই আফসোস করবা! সময় থাকতে মূল্য দিতে জানতে হয়, হারিয়ে গেলে আফসোস করে কোনো লাভ হয় না! মানুষ নিজেকে একবার পরিবর্তন করে ফেললে তাকে আবার আগের মতন করে ফিরে পাওয়ার আশা করা বোকামি!😊