@nishanto02: অভিমান সেখানেই সুন্দর... যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয়। অভিমান আদুরে একটা শব্দ, যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি আর আরও বেশি ভালোবাসা পাওয়ার বাহানা। মানুষ সবার ওপর রাগ করতে পারে, তবে সবার ওপর অভিমান করতে পারে না। অভিমান হয় একান্তই নিজের মানুষের ওপর— যার ওপর অধিকার আছে। অধিকারবোধ থেকেই অভিমানের জন্ম হয়। মানুষ তার সবচেয়ে কাছের কিংবা খুব শখের মানুষটার সাথেই সবচেয়ে বেশি অভিমান করে। অভিমান ঠিকঠাক বুঝতে হয়, যত্ন নিতে হয়, গুরুত্ব দিয়ে আগলে রাখতে হয়। সেখানেই সম্পর্কটা সুন্দর, অভিমান সুন্দর— একে অপরের সাথে সুখী।✨❤️🩹#nishanto02 #viral #foryoupage #tiktok