💝Nodi🎀💖 :
আমার ও একটা বেস্ট ফ্রেন্ড ছিলো,, সেই ক্লাস 1 থেকে 10পর্যন্ত বন্ধুত্ব আমাদের ,,, অনেক হেপি ছিলাম আমরা দুই বান্ধবী যার যার কথা গুলো শেয়ার করতাম দুই জন দুজনের কাছে,, এই কথা কাটাকাটি এই মারামারি কিন্তু কখনো কথা বলা বন্ধ হয়ে যায় নি, এই দুইতিন দিনে জানি না কি থেকে কি হয়ে গেলো,, সব শেষ হয়ে গেলো,,😔 কখনো ভাবতে পারি নাই যে এমন একটা দিন আসবে,,,, আমার জীবনে,, প্রতিদিন তার সাথে দেখা হয় কিন্তু আগের মতো করে তার সাথে কথা বলতে পারি না এক সঙ্গে বসতে পারি নাহ ,,, আমার লাইফটাই জানি কেমন আমি নিজেও জানি কখন কি করতে হবে কখন কি হবে আমি মনে হয় সবসময় সবাই কষ্ট দিয়ে থাকি আমার অজান্তেই 😔সরি রে 😔পারলে মাফ করে দিস 😔 আমি চাইনাহ কেও আমার জন্য দুঃখ পাক আমি চাই নাহ আমার জন্য কারো লাইফ নষ্ট হোক😔😔😔 আমি অনেক দেখেছি,, আমি বিহীন সব কিছু ই সুন্দর আমি থাকলেই সমস্যায় সম্মোক্ষিন হয়ে পরে,,, তাই আর কাও কে কষ্ট, দুঃখ, জালা,জন্তনা,দিতে চাই নাাহ,,,,,,, তাই সবাই কাছ থেকে সরে আসছি দিরে দিরে,,,কে কি ভবলো তা কখন দেখি নাহ সবাইকে ভালো রাখতে হলে নিজেকে সরিয়ে নিতে হবে এটা আমি জেনে গেছে তাই কাওকে বিরক্ত করতে চাই না ভালো থাকোক আমাকে ছাড়া সবসময় এটা আমার এখন একমাত্র চাওয়া ,,,, হে ঈশ্বর যদি পারো তো পূরণ করে দিয়ো 😔😔😔 আমার না হওয়া বেস্ট ফ্রেন্ড ☺️😔
2025-07-22 10:03:39