@xiaothingthing8:

小婷婷
小婷婷
Open In TikTok:
Region: ID
Thursday 17 April 2025 13:37:26 GMT
3383
31
0
3

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @xiaothingthing8, please go to the Tikwm homepage.

Other Videos

Hide and seek | s2 | part -128 ( last part)  Saraর husbend Sara কে নিয়ে চলে গেল তাদের নিজ গন্তব্যে। Taehoon টার পরিবার নিয়ে খুব স্বাভাবিক ভাবেই নিজেদের জীবন পরিচালনা করছে। জীবনটা স্রোতের মতোই প্রবহমান । মানুষের পক্ষে অনন্তকাল তো এই পৃথিবীতে থাকা সম্ভব নয় তবে মানুষের অমর প্রেমকাহিনি গুলোর সাক্ষী হয়ে থাকে ওই প্রবহমান প্রকৃতি যার সমাপ্তি অনন্তকালেও ঘটে না । যেমন, যারা Hide and seekএর পুনর্জন্মের কাহিনী সম্পর্কে অবগত তারা আকাশ থেকে বৃষ্টি মাটিতে ঝড়ে পড়তে দেখলেই সবার y/n আর Taehyungএর কথাই মনে করবে হয়তো।  এই বৃষ্টি কি অনন্তকালেও মাটিতে না ঝড়ে আকাশে উড়ে যাবে? সৃষ্টিকর্তা চাইলে হয়তো উড়বে কিন্তু বৃষ্টি মাটিতে ঝড়ে পড়লেই তো প্রকৃতি পায় স্নিগ্ধতা। আর এই স্নিগ্ধতার মাঝেই অনন্তকাল টিকে থাকবে রহস্যময়ী আর ছোট জমিদার সাহেব এর পূর্ণতা। সমাপ্ত~  “সমাপ্ত” শব্দটা লেখা শেষ হলেই এক চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে লেখাটার উপর পড়লো।  কলমের কালি পানির সংস্পর্শে এসে ছড়িয়ে যায় লেখাটি। লেখিকা ব্যস্ত হাতে লেখাটি ঠিক করতে গিয়েও ব্যর্থ হলো । যখন মস্তিষ্ক সংকেত দিলো, ছড়িয়ে যাওয়া কলমের কালি আর ঠিক হয় না তখন মুচকি হেসে বইটা বন্ধ করে দিয়ে জানালার কাছে দাঁড়ালো সে । এটা সেই ঘর যেখানে রহস্যময়ী আর ছোট জমিদার সাহেবের সুন্দর একটা সংসার হওয়ার কথা ছিল। জানালায় মুখ ডুবিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলো লেখিকা, “ আফসোস, পুনর্জন্ম বলতে কিছু হয় না। যদি পুনর্জন্ম বলতে কিছু হতো তাহলে হয়তো আজ এই ঘরে আমার জায়গায় রহস্যময়ী আর তার ছোট জমিদার সাহেব অবস্থান করত।” গভীর ভাবনার মাঝেই নিত্যদিনের ডাক পড়ে যায়। “ y/n । অনেক তো বেলা হলো, উঠে পড়।” y/n : আসছি মা । জমিদার বাড়ির মেয়ে Jeon y/n । পড়াশোনার পাশাপাশি লেখালেখি করাটা এক প্রকার শখ ছিলো তার। ছোট থেকেই দাদির মুখে শুনেছে জমিদার পুত্র Jeon Jungkook আর নর্তকী yn এর প্রেম কাহিনি। আর শুনেছে ডিটেক্টিভ Kim Taehyungএর এক তরফা ভালোবাসার কাহিনি।  কাহিনী শুনেই স্থির থাকেনি y/n। পুরো জমিদার বাড়ি ঘেঁটে বের করেছে নর্তকী Y/n এর লেখা সেই অসমাপ্ত ডায়েরি , Jeon Jungkook এর Hide and seek বই আর তার সাথে ছিলো ডিটেক্টিভ park Jimin এর শেষ বয়সে লেখা একটি ডায়েরি যেখানে Taehyung সম্পর্কে অনেক কথাই লেখা আছে। এই জিনিস গুলো প্রথমে পার্ক বংশের মানুষের কাছে সংরক্ষিত থাকলেও পরবর্তীতে তারা এসব জমিদার বাড়ির একটি ব্যক্তিগত জাদুঘরে রেখে যান। পার্ক বংশের মানুষের ধারণা জিনিসগুলো জমিদার বাড়ির জাদুঘরেই নিরাপদে থাকবে। ভ্যাগিস তারা জিনিসগুলো জমিদার বাড়িতে দিয়ে গেছিলো নয়তো y/nএর হাতে এগুলো কখনোই আসতো না। ডায়েরি গুলো হাতে পেয়ে ৫ দিনের মধ্যেই পড়ে শেষ y/n। পড়ার পর যতটুকু ধারণা পায় সে ততটুকু নিয়েই ২০২৪ সাল থেকে লেখা শুরু করে নতুন এক hide and seek গল্প। একটু একটু করে লিখে আজ শেষ করলো সে। গল্পটি Taehyung এর বলা সেই কথাটির প্রেক্ষিতে লেখা হয়েছে, “কোনো এক জন্মে না হয় আমি Jungkook হয়ে জন্ম নিবো, তখন তো y/n কে আমার হতেই হবে। তখন y/n আমার হতে বাধ্য।” কথাটি উপলব্ধি করার পর y/n এবার Taehyungএর প্রেমে পরে যায়। আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে তার । y/n আজ এক পূর্ণতার গল্প শেষ করেছে। হোক সেটা অবাস্তব। সামান্য একটু সময় বের করে y/n চলে যায় জমিদার বাড়ির পারিবারিক কবর স্থানে।  দূর থেকে তাকিয়ে রইলো নর্তকী yn আর জমিদার পুত্র Jungkookএর সমাধির দিকে। Jimin এর ডায়েরির তথ্য অনুযায়ী এখানে Taehyungও চিরনিদ্রায় শায়িত আছেন। কিন্তু তার কোনো সমাধি তৈরি হয়নি। y/n মনে মনে Taehyungএর সমাধি কল্পনা করে তিনজনের উদ্দেশ্যে বলে উঠলো, y/n : আপনাদের অনুমতি ছাড়াই আপনাদের নিয়ে ভিন্ন আরেকটা গল্প তৈরি করেছি আমি। আমাকে ক্ষমা করবেন ছোট জমিদার সাহেব আর নর্তকী yn । সরাসরি আপনাদের পূর্ণতার গল্প লিখি নি আমি। আপনাদের পূর্ণতা তো বাস্তব। আপনাদের এই গভীর ভালোবাসা আর আত্মত্যাগ এর উপহার হিসেবে সৃষ্টিকর্তা স্বয়ং পরপারে আপনাদের মিলিত করবেন। অনন্তকাল আপনারা পূর্ণতার স্বাদ গ্রহণ করতে পারবেন। কিন্তু Taehyung? Taehyungএর পূর্ণতা থাকুক না আমার বই এর পাতায়। গোপনে নিজের কাছে রেখে দিবো।  চোখ বন্ধ করে নিলো y/n। জাদুঘরে এক তৈলচিত্রে Taehyungএর ছবি দেখেছিলো সে । মনে মনে Taehyung কে কল্পনা করে আনমনে বলে উঠলো। y/n : নর্তকী yn তো তোমার কোনকালেই ছিলো না Taehyung। মরীচিকার পেছনে ছুটেছো তুমি । একই ভুল নাহয় আমিও করি তোমার পেছনে ছুটে । তোমার মতোই অপেক্ষা করবো আমি, তবে তোমার জন্য। জানি এই অপেক্ষা আমাকে মৃত্যু অব্দি টেনে নিয়ে যাবে। ওপারে আমার হবেন তো kim সাহেব? আর এই পৃথিবীতে কি করবো?পৃথিবী যতই তোমার অপূর্ণ ভালবাসার গল্প শুনুক না কেন? আমি মিথ্যা গল্পের লেখিকা হয়ে তোমায় নিয়ে হাজারটা পূর্ণতার গল্প লিখে যাবো। সমাপ্ত ~
Hide and seek | s2 | part -128 ( last part) Saraর husbend Sara কে নিয়ে চলে গেল তাদের নিজ গন্তব্যে। Taehoon টার পরিবার নিয়ে খুব স্বাভাবিক ভাবেই নিজেদের জীবন পরিচালনা করছে। জীবনটা স্রোতের মতোই প্রবহমান । মানুষের পক্ষে অনন্তকাল তো এই পৃথিবীতে থাকা সম্ভব নয় তবে মানুষের অমর প্রেমকাহিনি গুলোর সাক্ষী হয়ে থাকে ওই প্রবহমান প্রকৃতি যার সমাপ্তি অনন্তকালেও ঘটে না । যেমন, যারা Hide and seekএর পুনর্জন্মের কাহিনী সম্পর্কে অবগত তারা আকাশ থেকে বৃষ্টি মাটিতে ঝড়ে পড়তে দেখলেই সবার y/n আর Taehyungএর কথাই মনে করবে হয়তো। এই বৃষ্টি কি অনন্তকালেও মাটিতে না ঝড়ে আকাশে উড়ে যাবে? সৃষ্টিকর্তা চাইলে হয়তো উড়বে কিন্তু বৃষ্টি মাটিতে ঝড়ে পড়লেই তো প্রকৃতি পায় স্নিগ্ধতা। আর এই স্নিগ্ধতার মাঝেই অনন্তকাল টিকে থাকবে রহস্যময়ী আর ছোট জমিদার সাহেব এর পূর্ণতা। সমাপ্ত~ “সমাপ্ত” শব্দটা লেখা শেষ হলেই এক চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে লেখাটার উপর পড়লো। কলমের কালি পানির সংস্পর্শে এসে ছড়িয়ে যায় লেখাটি। লেখিকা ব্যস্ত হাতে লেখাটি ঠিক করতে গিয়েও ব্যর্থ হলো । যখন মস্তিষ্ক সংকেত দিলো, ছড়িয়ে যাওয়া কলমের কালি আর ঠিক হয় না তখন মুচকি হেসে বইটা বন্ধ করে দিয়ে জানালার কাছে দাঁড়ালো সে । এটা সেই ঘর যেখানে রহস্যময়ী আর ছোট জমিদার সাহেবের সুন্দর একটা সংসার হওয়ার কথা ছিল। জানালায় মুখ ডুবিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলো লেখিকা, “ আফসোস, পুনর্জন্ম বলতে কিছু হয় না। যদি পুনর্জন্ম বলতে কিছু হতো তাহলে হয়তো আজ এই ঘরে আমার জায়গায় রহস্যময়ী আর তার ছোট জমিদার সাহেব অবস্থান করত।” গভীর ভাবনার মাঝেই নিত্যদিনের ডাক পড়ে যায়। “ y/n । অনেক তো বেলা হলো, উঠে পড়।” y/n : আসছি মা । জমিদার বাড়ির মেয়ে Jeon y/n । পড়াশোনার পাশাপাশি লেখালেখি করাটা এক প্রকার শখ ছিলো তার। ছোট থেকেই দাদির মুখে শুনেছে জমিদার পুত্র Jeon Jungkook আর নর্তকী yn এর প্রেম কাহিনি। আর শুনেছে ডিটেক্টিভ Kim Taehyungএর এক তরফা ভালোবাসার কাহিনি। কাহিনী শুনেই স্থির থাকেনি y/n। পুরো জমিদার বাড়ি ঘেঁটে বের করেছে নর্তকী Y/n এর লেখা সেই অসমাপ্ত ডায়েরি , Jeon Jungkook এর Hide and seek বই আর তার সাথে ছিলো ডিটেক্টিভ park Jimin এর শেষ বয়সে লেখা একটি ডায়েরি যেখানে Taehyung সম্পর্কে অনেক কথাই লেখা আছে। এই জিনিস গুলো প্রথমে পার্ক বংশের মানুষের কাছে সংরক্ষিত থাকলেও পরবর্তীতে তারা এসব জমিদার বাড়ির একটি ব্যক্তিগত জাদুঘরে রেখে যান। পার্ক বংশের মানুষের ধারণা জিনিসগুলো জমিদার বাড়ির জাদুঘরেই নিরাপদে থাকবে। ভ্যাগিস তারা জিনিসগুলো জমিদার বাড়িতে দিয়ে গেছিলো নয়তো y/nএর হাতে এগুলো কখনোই আসতো না। ডায়েরি গুলো হাতে পেয়ে ৫ দিনের মধ্যেই পড়ে শেষ y/n। পড়ার পর যতটুকু ধারণা পায় সে ততটুকু নিয়েই ২০২৪ সাল থেকে লেখা শুরু করে নতুন এক hide and seek গল্প। একটু একটু করে লিখে আজ শেষ করলো সে। গল্পটি Taehyung এর বলা সেই কথাটির প্রেক্ষিতে লেখা হয়েছে, “কোনো এক জন্মে না হয় আমি Jungkook হয়ে জন্ম নিবো, তখন তো y/n কে আমার হতেই হবে। তখন y/n আমার হতে বাধ্য।” কথাটি উপলব্ধি করার পর y/n এবার Taehyungএর প্রেমে পরে যায়। আজ নিজেকে অনেক হালকা মনে হচ্ছে তার । y/n আজ এক পূর্ণতার গল্প শেষ করেছে। হোক সেটা অবাস্তব। সামান্য একটু সময় বের করে y/n চলে যায় জমিদার বাড়ির পারিবারিক কবর স্থানে। দূর থেকে তাকিয়ে রইলো নর্তকী yn আর জমিদার পুত্র Jungkookএর সমাধির দিকে। Jimin এর ডায়েরির তথ্য অনুযায়ী এখানে Taehyungও চিরনিদ্রায় শায়িত আছেন। কিন্তু তার কোনো সমাধি তৈরি হয়নি। y/n মনে মনে Taehyungএর সমাধি কল্পনা করে তিনজনের উদ্দেশ্যে বলে উঠলো, y/n : আপনাদের অনুমতি ছাড়াই আপনাদের নিয়ে ভিন্ন আরেকটা গল্প তৈরি করেছি আমি। আমাকে ক্ষমা করবেন ছোট জমিদার সাহেব আর নর্তকী yn । সরাসরি আপনাদের পূর্ণতার গল্প লিখি নি আমি। আপনাদের পূর্ণতা তো বাস্তব। আপনাদের এই গভীর ভালোবাসা আর আত্মত্যাগ এর উপহার হিসেবে সৃষ্টিকর্তা স্বয়ং পরপারে আপনাদের মিলিত করবেন। অনন্তকাল আপনারা পূর্ণতার স্বাদ গ্রহণ করতে পারবেন। কিন্তু Taehyung? Taehyungএর পূর্ণতা থাকুক না আমার বই এর পাতায়। গোপনে নিজের কাছে রেখে দিবো। চোখ বন্ধ করে নিলো y/n। জাদুঘরে এক তৈলচিত্রে Taehyungএর ছবি দেখেছিলো সে । মনে মনে Taehyung কে কল্পনা করে আনমনে বলে উঠলো। y/n : নর্তকী yn তো তোমার কোনকালেই ছিলো না Taehyung। মরীচিকার পেছনে ছুটেছো তুমি । একই ভুল নাহয় আমিও করি তোমার পেছনে ছুটে । তোমার মতোই অপেক্ষা করবো আমি, তবে তোমার জন্য। জানি এই অপেক্ষা আমাকে মৃত্যু অব্দি টেনে নিয়ে যাবে। ওপারে আমার হবেন তো kim সাহেব? আর এই পৃথিবীতে কি করবো?পৃথিবী যতই তোমার অপূর্ণ ভালবাসার গল্প শুনুক না কেন? আমি মিথ্যা গল্পের লেখিকা হয়ে তোমায় নিয়ে হাজারটা পূর্ণতার গল্প লিখে যাবো। সমাপ্ত ~

About