@___mansura__40___: পরিবর্তন দেখতে চেয়েছিলে না প্রিয়?☺️ দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না, কোন কিছুতে আমার খারাপ লাগলেও তোমায় বলি না, এক লাইনের মেসেজ বা তোমার একটা কলের জন্য ও আমি এখন আর অপেক্ষা করি না। আগে যখন তুমি আমার অনুপস্থিতিতে অন্য কিছুতে সময় কাটাতে তখন আমার মনের ভিতরটা দুমড়ে মুচড়ে যেতো। আগে যেমন তোমার উপর অধিকার দেখাতাম, রাগ দেখাতাম, খারাপ লাগলে বলে দিতাম, এখন আর তা করি না? এখন আমার মনের ভিতরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেও চুপ থাকি। কোন কিছুতে খারাপ বা ভালো লাগলে ও বলি না তোমাকে, একটু ও বুঝতে দেই না, এটাই হয়তো আমার বর্তমান সময়ের পরিবর্তন।❤️🩹🥀#___mansura__40__ #sadstory #unfreezemyacount #1millionaudition #trendingvideo