জীবনের অনেকটা সময় চলে গেছে, ইচ্ছা-অনিচ্ছায় করে ফেলা হাজারও ভুল। যার প্রতিক্রিয়া অনেক বাজে ভাবে আমাকে গ্রাস করেছে। হাজারও নির্ঘুম রাত, অনিয়মের বেড়াজালে বন্দী জীবন, আরও কতকিছু!!!! তবুও আমি ছুটে চলি নতুন ভোরের আশায়, নতুন আলো গায়ে মাখবো বলে। কে আপন কে পর, কার কি স্বার্থ বুঝাটা খুবই কঠিন। জীবনের এই মুহুর্তে এসেও অবাক দৃষ্টিতে চেয়ে থাকি আকাশের দিকে। নির্বাক আমি!! তবুও লড়ছি, বারবার উঠে দাঁড়ানো তীব্র প্রচেষ্টা
শুধু সুদিনের অপেক্ষায়🥺🙇