নীল-জামুন শাড়িতে সে ঠিক যেন এক স্বপ্নের মেয়ে—চোখে মায়ার ছোঁয়া, ঠোঁটে নীরব ভালোবাসা। তার একটুকু হাসিই যেন হাজার কথার প্রতিশব্দ, আর সেই চাহনি—মন ছুঁয়ে যায় নিঃশব্দে। হেঁটে চলে যেন বাতাসে সুর বাজে, আর তার শাড়ির আচলে জড়ানো থাকে বসন্তের গন্ধ। তাকে একবার দেখলেই মনে হয়, ভালোবাসা আসলে এতটাই সুন্দর হতে পারে।