হারামি ☠️🖤🥷🏻 :
তোমাকে হারিয়ে আমি হয়তো ভেঙে পড়বো,,? কিন্তু তোমার খুব আহামরি ক্ষতি হবে না, তুমি চাঁদ, তোমার চারপাশে থাকবে হাজারো তারার মতো মানুষ, যারা তোমায় ভালোবাসবে, প্রশংসা করবে, খুশি রাখার চেষ্টা করবে।''কিন্তু জানো? তাদের ভালোবাসার মাঝে থাকবে না আমার মতো কষ্টের সঙ্গে মিশে থাকা নিঃস্বার্থ ভালোবাসা। আমি ভালোবেসে ছিলাম নিঃশর্তভাবে, এমনভাবে যে তুমি কাঁদলেও আমার বুক ভিজত, তুমি হাসলেও আমার হৃদয়ে আলো ফুটত।'' আমি ছিলাম সেই মানুষ, যে নিজের যন্ত্রণার ভেতর থেকেও তোমার জন্য শান্তি খুঁজে আনতাম। "আমি চাইনি কিছু, শুধু তোমার একটুখানি উপস্থিতি, একটুখানি ভালোবাসা। তাই মনে রেখো, যতোই কেউ তোমার দিকে তাকাক মোহিত চোখে,আমার মতো গভীর চোখে আর কেউ কখনো ও তাকাবে না। কারণ আমি শুধু ভালোবাসিনি, তোমায় হৃদয়ে গেঁথে নিয়েছিলাম চিরদিনের জন্য...!😊❤️🩹
আর এখনো আছো আর থাকবে,,,!😊🥀।
জানো প্রিয়
প্রিয় তোমারে দেখার জন্য আমার এই মনটা সবসময় ছটফট করে,, এইটা আমি বুঝাইতে পারবো না তোমারে,, খাঁচায় বন্দি পাখিরা যেমন ছটফট করে বাহিরে উড়াল দেওয়ার জন্য,, তেমনি আমার এই মনটা তোমাকে দেখার জন্য ছটফট করে,, তুমি কখনো বুঝতেও পারবেনা আমি তোমারে কতটা ভালোবাসি,, তোমার কল্পনার চেয়েও আমি তোমাকে অনেক ভালবাসি,, আমি তোমার জন্য নিঃস্ব হয়ে যাব ফকির হয়ে যাব তাতেও আমার কোন কষ্ট হবে না,, যদি আমি তোমারে সব সময় আমার পাশে পাইলে না_আমার আর কোনো কিছুর ধরকার নাই,, আমি তোমারে অনেক ভালোবাসি তোমারে বুঝাইতে পারবো না.!
2025-05-25 08:11:37