SIYAM :
এখন আর তোমাকে দেখার ইচ্ছা জাগে না! আর না তোমাকে শুনতে ইচ্ছা হয়। তুমি যেদিন আমার থেকে মুখ ফিরিয়ে নিলে সেদিন আমার তোমার জন্য খারাপ লাগেনি, খারাপ লেগেছিল তোমার রেখে যাওয়া স্মৃতিগুলোর উপর! যেদিন থেকে বুঝতে পারছিলাম তুমি আর আমাকে চাওনা, ঠিক সেদিন থেকে তোমাকে আমি রোজ হারিয়েছি, তাই তুমি চলে যাওয়ার সময় খুব একটা অবাক হইনি। আমি সুখ হারালাম, শান্তি হারালাম, তোমার প্রতি আমার অধিকার হারালাম, আর সব শেষে হারিয়ে ফেললাম তোমাকে! অধিকার ছেড়ে দেওয়ার বিড়ম্বনা বোঝো? আকাশে উড়ে বেড়ানো পাখিটাকে যখন খাঁচায় বন্দী করা হয়, তখন সে মুক্তির জন্য কেমন ছটফট করে! দেখেছো... আমি দেখেছি! তুমিও আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটফট করতে! আমিও অপেক্ষায় ছিলাম, কবে তুমি আমায় মুখফুটে বলো, আমাকে আর তোমার প্রয়োজন নেই! তোমাকে মুক্তি দিতে পারলে যে আমারও দায়সারা হয়! তুমি স্বাধীনচেতা মানুষ, তোমার স্বাধীনতা প্রয়োজন! এসব মায়ার শেকল তোমার জন্য না। অবশেষে যখন তোমায় মুক্তি দেওয়ার সময় এলো, আমি সমস্ত অধিকার ভুলে তোমাকে মুক্তি দিলাম, তোমাকে মুক্তি দিলাম আমার মায়ার জেলখানা থেকে! মুক্তি দিলাম আমার পুরো অস্তিত্ব থেকে। এখন আর তোমাকে খুব একটা মনে পড়ে না, তোমার অভাবে বুকের বা পাশটাই যন্ত্রণাও হয় না, বরং শান্তি পাই এটা ভেবে যে তোমাকে আমি মুক্ত আকাশে ছেড়ে দিতে পেরেছি! অবরুদ্ধ করে
2025-05-27 06:11:40