@__tarek__sarker: তোমাকে উদ্দেশ্য করে বলছি যেদিন তুমি পুরোপুরি ভাবে আমাকে হারিয়ে ফেলবে,অন্য কারো হয়ে যাবে একেবারে ... জিবনে যেদিন অন্য কারো কাছে থেকে ঠকে জাবে, যেকে সম্পর্কই থেকে,সেদিন আমার আমার কথা উপলদ্ধি করতে পারবে.. সেদিন আমার কথা মনে পড়বে..আমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করা মুহূর্ত বুকের ভিতর ছটফঠ করবে,..সারাখন স্বরন করবে... কিন্ত তখন হয়তো তুমি চাইলেও,আমি হয়তো তোমাকে ফিরিয়ে নেওয়ার মত কোনো..সুযুগেই থাকবে না... আমি যত কান্না করেছি তোমাকে হারানোর ভয়ে... দোয়া করি তুমি তার থেকে, বেশি সুখী হও @সেই তোমি 🖤👀