@sabina..2233: ক্ষমা করে দিও আমাকে ভালোবাসার বিনিময়ে আমি তোমাকে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারিনি..!!💔😅😅 #foryou #foryoupage #fyp #trending #tiktok
ভুল করলে ক্ষমা করা যায় 👌👌
কিন্তু বেঈমানী করলে তাকে কখনো ক্ষমা করা যায় না 👌👌👌
2025-06-28 05:41:17
8
Md joynal Uddin :
তুমি যদি একবার জানতে - তোমাকে ছাড়া আমি আসলে কেমন আছি, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করতে নিজেকেই। কারণ তুমি বুঝতে পারতে, আমার সব হাসির পিছনে লুকানো কান্না গুলো, প্রতিটা নিঃশ্বাসে তোমার অভাব, আর রাত জেগে চোখের কোনে জমা অনাহত প্রশ্ন গুলো -সবই শুধু মাত্র তোমার জন্য। তুমিই চলে যাওয়ার পরেও আমি প্রতিদিন অপেক্ষা করি, হয়তো ফিরে আসবে বলে। অথচ তুমিই জানোই না আমি আর সেই আগের মতো নেই, শুধু একটা খালি খলস হয়ে গেছি_ যার ভিতরে শুধু তোমার স্মৃতি আর একরাশ হতাশা ❤️🩹"!