🙈মিষ্টি বউএর দুষ্ট জামাই💋 :
মৃত্যু'ই সুন্দর, মৃত্যুই মন কাড়ে, মৃত্যুতেই মায়া বাড়ে!!"
মৃত্যু—যার নাম শুনলেই বুকের ভেতর কেমন যেন হিমেল শীতলতা নেমে আসে, অথচ এই মৃত্যুই সবচেয়ে গভীর অনুভবের উৎস। আমরা বেঁচে থাকি, হাসি, কাঁদি, ভালোবাসি—সবকিছুর পেছনে এক অদৃশ্য তাগিদ কাজ করে, যেন এই জীবন শেষ হয়ে যাওয়ার আগে কিছু একটা করে যেতে চাই। অথচ যখন কেউ চলে যায়, তখন তার অভাব, তার স্মৃতি, তার ভালোবাসা—সব কিছু আরও গভীর, আরও মায়াবী হয়ে ওঠে।
মৃত্যুই যেন আমাদের চোখে জীবনের প্রকৃত রূপ এনে দেয়। কে কতটা গুরুত্বপূর্ণ ছিল, কে কতটা ভালোবাসা দিয়ে গেছে—তা আমরা টের পাই সেই শেষ বিদায়ের পরেই। তখন মনে হয়, যদি আরও একটু সময় পাওয়া যেত, যদি আরও একবার বলা যেত "ভালোবাসি", যদি আরেকটু পাশে থাকা যেত...
মৃত্যু কখনো কখনো ভয়ানক হলেও, এর মাঝেই এক অপার্থিব সৌন্দর্য লুকিয়ে থাকে। এই বিদায় আমাদের শেখায় জীবনের মূল্য, ভালোবাসার গভীরতা, সময়ের ক্ষণস্থায়ীত্ব।
এভাবেই মৃত্যু হয়তো কাঁদায়, তবে সে-ই আমাদের সবচেয়ে বড় শিক্ষক—যে শেখায় কীভাবে বাঁচতে হয়।💔😅
2025-08-02 00:18:01