Md. Arfine Islam Irfan :
একদিন আমি তোমাকে ভুলে যাবো ! তুমিও হয়তো আমায় মনে রাখবে না ! দুজন দুজনকে ভুলে দিব্যি পার করে দেবো পুরা একটি যুগ । নিজেদের মতো করে বাঁচতে শিখে যাবো ! পুরনো শুকিয়ে যাওয়া ফুল, কয়েকশো চিঠি তোমায় দেওয়া সেই ছোট্ট ছোট্ট কষ্ট হয়তো একটি কাঠের বক্সে যত্ন করে তুলে রাখবো ! আর খুলে দেখা হবে না, এই সব কিছুই আমার সাথে স্মৃতি হয়ে থেকে যাবে শুধু এসব কিছুর মালিকই থাকবে না , ফোন ঘেঁটে হয়তো বড়জোর তোমার দু একটি ছবি পাওয়া যাবে, যেখানে একটি সময় পুরো গ্যালারিটা ছিল তোমার ছবি বা তোমার নামে অক্ষরের দ্বারা পরিপূর্ণ , আমার সেই গ্যালারিতে থাকা ছবিগুলা অদৃশ্য হতে হতে তুমিও আমার জীবন থেকে অদৃশ্য হয়ে গেলে !
তবুও যখন শেষ বিকেলে তোমায় মনে পড়ে সেই আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত যখন তোমায় মনে পড়বে, হয়তো দীর্ঘশ্বাস এর সাথে বলে উঠবো মানুষটাকে আর দেওয়া আমাকে মনে রেখেছে, নাকি অন্য কাউকে পেয়ে সত্যি আমার ভুলে গিয়েছে ! আমাদের সেই প্রতিনিয়ত ঝগড়া, রাগ-অভিমান, অতীত সব কিছুই হঠাৎ হঠাৎ মনে পড়বে ! যখন মনে পড়বে তখন হয়তো এই অবুঝ মনটা তোমাকে দেখার আবদার করবে , তবে তোমাকে আর থাকতে পারবো না আমি ! তোমার কথা ভাবতেই বোধহয় চোখের কোনে অশ্রু জমবে, আবার সবার থেকে লুকিয়ে চোখ আগের মতই ঠিক মুছবো ! এভাবে মুছতে মুছতে হয়তো একদিন তোমাকেও মুছে ফেলবো, আর তুমি আমাকে, হয়তো তুমিও ভুলে যাবে একটা সময়ে আমি নামক কেও একজন তোমার জীবনে ছিল !!
আমার ও আর তোমাকে বলা হবে না? "আমার তোমাকে এখনো মনে পড়ে"তুমি না থাকলেও তোমার স্মৃতিগুলো আজও আমার সাথে রয়ে গিয়েছে, কখনো আর বলা হবে না !
❤️
2025-07-29 09:56:28