≛𝙥⃝𝙞𝙘𝙘𝙞☘︎𝙨𝙖𝙞𝙢𝙪𝙣🍒࿐☘ :
একটা ছেলে মানুষ সবসময় কোথাও না কোথাও অসহায় হয়ে থাকে। কখনো পরিবারের কাছে দায়িত্বের ভারে নুয়ে পড়ে, কখনো পরিস্থিতির কাছে হেরে যায়, আবার কখনো সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় মানুষের কাছে নিজেকে অপূর্ণ আর অসহায় মনে হয়। তাকে শক্ত, নির্ভীক, কাঁধে ভরসা রাখার মানুষ ভাবা হয়, কিন্তু তার নিজের কান্নার কোনো জায়গা থাকে না। সে কাঁদে না, কাঁদতে জানে না— কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয় তুমি ছেলে মানুষ, তোমার কাঁদা ঠিক না’। কিন্তু তার বুকের ভেতরে জমে থাকা চাপা আর্তনাদ কেউ বোঝে না। চাওয়া-পাওয়ার হিসাব কখনো তার পক্ষে থাকে না, তবুও সে চুপচাপ লড়ে যায়, হাসে, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। একজন ছেলে মানুষের যুদ্ধ বাইরে থেকে দেখা যায় না, কারণ সে দেখায় না। কিন্তু ভিতরে ভিতরে সে অসহায়— পরিবারের চাহিদা, সমাজের মানদণ্ড, পরিস্থিতির নির্মমতা আর প্রিয় মানুষের অবহেলার কাছে। তবুও সে লড়ে যায়। কারণ সে জানে, তার হেরে যাওয়ার মানে হলো, তার প্রিয় মানুষগুলোর স্বপ্ন ভেঙে যাওয়া। এটাই একজন 'ছেলে মানুষের' গল্প— শক্ত কিন্তু একা, নির্ভীক কিন্তু ভেতরে নরম, হাসিখুশি মুখের আড়ালে চাপা এক অসহায় যোদ্ধা।🙂
.
মেয়েরা তো দুঃখ প্রকাশ করতে পারে। আর আমরা পুরুষরা বুক ভড়া দুঃখ নিয়ে হাসিখুশি থাকা লাগে। কারণ একটাই আমরা যদি ভেঙ্গে পড়ি তাহলে পুড়ো একটা পরিবার অন্ধকার হয়ে পরবে.!!🙂
.তাই বলি মনে কোনো অভিযোগ রেখো না..!!🥹🩹
2025-07-14 17:17:11