@ruhul_309: ❝ তাকে কিছুই বলা হয়নি… তবুও মনে হয় সে সবই জানে। চোখে চোখ পড়লেই, ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। সে যেন বোঝেও না, আবার… বোঝার ভানও করে না। তার একটুখানি হাসি… মনটাকে নাড়িয়ে দেয় দিনভর। তার চোখে আছে একটা আকাশ, নীরবতার মাঝেও যেন বয়ে চলে একটা ঝর্ণা। তার পাশে দাঁড়ালেই, সময়ের গতি থেমে যায় নরম করে। সে দূরে থাকে… ধরা দেয় না কখনোই। তবুও মন চায়— তার একটু সঙ্গ, তার কোনো একটা নরম শব্দ… আমি চুপ করে থাকি… সে জানুক বা না জানুক, ভালোবাসা তো দাবি করে না কিছুই। সে শুধু থেকে যায়… ভালোলাগা হয়ে, মায়া হয়ে, এক নিঃশব্দ ভালোবাসার ছায়া হয়ে… ❞#pk #একাকিত্বেরছায়া #fyp #foryou #viral #viralvideo @MrBeast @Omor Always On Fire