@caption..........82: সময়, সম্পর্ক, আবেগ-সবকিছুই যেন রঙ বদলায় কাঁচের টুকরোর মতো। একসময় যে ভালোবাসা ছিল নিঃশর্ত, তা-ই এখন হিসেবি হয়ে ওঠে। একসময় যাকে নিয়ে চোখে ঘুম আসত না; তারই মনে আজ নিজের অস্তিত্বটুকুই যেন নিঃশব্দে বিলীন। ভালোবাসা যেমন আসে হঠাৎ করেই, তেমন করেই হয়তো হারিয়েও যায়। সময় গড়ালে অনুভূতির তীব্রতা কমে আসে, মুখস্থ হয়ে যায় ভালোবাসার প্রতিশ্রুতি, অভ্যাস হয়ে যায় অভাব। আর তখনই বোঝা যায়, কেউ একজন কেবল নিজেকে নিঃশেষ করেই ভালোবেসেছিল; আর অন্যজন কেবল সময় কাটিয়েছে। এই কথাগুলো শুধু তত্ত্ব নয়, এগুলো কারও নিঃশব্দ কান্নার ছাপ, রাতের অন্ধকারে বিছানার এক কোণায় চুপচাপ পড়ে থাকা চোখের জল। যাকে নিয়ে ভবিষ্যতের রঙিন স্বপ্ন বোনা হয়েছিল, সে-ই আজ অন্য কারও ছায়ায় আশ্রয় খোঁজে। তবে এই সত্যটা বুঝে নিতে হয়, গ্রহণ করতে হয় -মানুষ পরিবর্তনশীল। আজ যারা আমাদের ভালোবাসে, কাল হয়তো তাদের কাছে আমরা শুধুই স্মৃতি, তাও হয়তো ঝাপসা। এই সত্যটি মাথার ভেতর গেঁথে নিতে না পারলে প্রতিবার ভাঙার শব্দে জীবন স্তব্ধ হয়ে যাবে। তাই, ভালোবাসা নিঃস্বার্থ হলেও, প্রত্যাশা থাকা উচিত নিজের প্রতি-যাতে কোনোদিন কেউ বদলে গেলেও, আমরা নিজেকে হারিয়ে না ফেলি। যাকে পেলে মনে হতো, পৃথিবীর সব আলো ছুঁয়ে ফেলেছি; তার অনুপস্থিতিতেও যেন একদিন নিজেই নিজের আলো হয়ে উঠতে পারি। আমরা একা জন্মাই, একা হাঁটি, আর একাই সবকিছু বুঝে নিতে শিখি। হয়তো একদিন খুব গভীর ভালোবাসা থেকেও কেউ আমাদের ছেড়ে যাবে। কিন্তু তার মানে এই নয়, আমরা ভালোবাসা পাবো না। তার মানে শুধু এটুকুই -মানুষ বদলায়, সময়ও বদলায়, আমরাও বদলাই। তবে একটা জিনিস বদলানো উচিত নয়-নিজের প্রতি ভালোবাসা!##foryoupagе #foryou #ক্যাপশন☠️ @TikTokOfficial @TikTok Bangladesh @For You

~ক্যাপশন☠️
~ক্যাপশন☠️
Open In TikTok:
Region: BD
Monday 30 June 2025 14:46:36 GMT
396970
13692
512
2481

Music

Download

Comments

arfin_shanto5
S🚩 :
যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!😫😫😫
2025-07-18 14:51:33
37
lamiya211112
💋🎀 lamiya 🎀💋 :
আপনি না বুঝলেন আমার নীরবতা.,. আর না বুঝলেন আমার অভিমান..!! মনের মধ্যে একটা প্রশ্ন জাগে.,, সত্যিই কি আপনি আমাকে ভালোবেসে ছিলেন..!! মানুষ কি তার ভালোবাসার মানুষ টাকে এত যত্ন সহকারে অবহেলা করতে পারে, আপনি অতি যত্ন সহকারে আমাকে ভালোবাসা শিখিয়েছেন, আপনার , কিন্তু আপনি আমাকে ভালোবাসেন নি,, "আপনাকে হারানোর ভয় পেতে পেতে অবশেষে আপনাকে হারিয়ে ফেললাম, আপনাকে আমি ভিষণ ভালোবাসি, তাই আপনাকে তো আর অভিশাপ দিতে পারবো না, তবে বলবো ভালো থাকুক আমার না হওয়া ভালোবাসা... 😅❤️‍🩹 Apu ai caption ta diya Ekta video post koro plz
2025-07-19 07:54:16
19
h.j.somaya7
⎯⃝ᶜʳᵘˢʰ♡Qᵘᵉᵉⁿ_⎯͢(:✌︎ :
আপু ক্যাপশনটা দেওয়া জাবে
2025-08-19 15:05:00
0
makmuda89
তোমাগো তিশা আফা 🤷‍♀️😜👀 :
আপু কেপশন টা দেওয়া যাবে
2025-07-18 16:49:10
4
hasanur482
🎼🎵☂️ ✨ℍάşάпᥙ𝘳𝖏άₘá𝓃✨ ⢾░▒▓█ :
এই দুনিয়ার মধ্যে সব কিছু পাওয়া সহজ হলেও,একটু ভালোবাসা পাওয়া বড়ই কঠিন। আমি তোমারে শতভাগ ভালোবাসা দিয়েছে, তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে চাইছি,তোমার লগে এই ছোট্ট জীবন সাজাইতে চাইছি। অথচ দেখো কিচ্ছু হইলো না। তবে তোমারে পাই নাই এইটা জন্য যতটুকু দুঃখ হচ্ছে তার থেকে বেশি দুঃখ হচ্ছে তোমার জন্য -। আহারে এতো ভালোবাসা ফেলে চলে যায় কোন বেকুবে। বুঝবা একদিন বুঝবা। আমাকে ছেড়েও যারা ভালো থাকে আমি চাই তারা আরো ভালো থাকুক, তবে আমার খুব ইচ্ছে ছিলো তাদের ভালো থাকাতে যেনো আমিও থাকি। কিন্তু ঐ যে আমি অভাগা, অভাগার চাওয়া তো শুধু চাওয়াই। 🙂❤️‍🩹
2025-07-28 05:15:06
6
afrin0.9id2
💫 A F R I N 2 💫 :
জিবন্ত লাশ গুলোর হাজিরা নিতে আসছি 📄🖋️💔
2025-08-19 14:31:39
2
safiyasarkar12
.Safiya Sarkar. :
আপু ক্যাপশন টা দেন না প্লিজ
2025-07-30 15:33:18
3
.taslima.akhtar5
🍁𝕋𝕒𝕤𝕝𝕚𝕞𝕒 🍁 :
আপনি আবারো আমার চোখের ছবি দিয়ে ছাড়লেন 😓🫵
2025-07-30 09:52:34
2
____koliza___2
✰ ϻ ꫝ ֆ น 𝔇 ✰ 🚩 :
তুমি কি সত্যিই ভাবোে, আমি তোমাকে ভুলে যাবো? তোমাকে ভােলা কি এতটাই সহজ? তুমি কি আমার কাছে এতটাই সস্তা? না, কখনোই না... কারণ তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায়, যেটা আজও সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর। তুমি ছিলে আমার হাসির কারণ, চোখ ভেজা রাতগুলোর একমাত্র আশ্রয়। তােমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত আজও মনে পড়ে, যেন ঠিক এখনো পাশে আছাো। ভূুলে যাওয়া যদি হতো, তবে এতদিনে হৃদয়টা নিশ্চুপ হয়ে যেত... কিন্তু না, এখনো মাঝরাতে ঘুম ভঙে যায়, মনে পড়ে যায় তোমার সেই হেসে ওঠা চহারা, তােমার বলা সেসব ছােট ছােট কথা। তুমি কোনো ভুল ছিলে না, তুমি ছিলে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভব। হয়তো তুমিे থাকো না পাশে, কিন্তু বিশ্বাস করো.. তুমি আছাে আমার প্রতিটা দুঃখের, ভালোেবাসার, আর স্বপ্নের ভতর। তুমি কি ভাবাে, তােমাকে ভোলা এতটাই সহজ? না... তুমি হলে আমার হদয়ের ঠিক মাঝখানে লেখা সেই নাম, যেটা কোনো দিন মুছে ফেলা যায় না... অপূর্ণতা.:)
2025-07-18 18:12:10
6
keu._.nai0
J>🫀 :
আমাদের একসাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত অথচ তুমি হয়ে গেলে ক্লান্ত, আমি হলাম ব্যর্থ, আমাদের দুইজনের মাঝে দুরত্ব বাড়লো। তুমি ভুলে গেলে আমায়, আমি মনে রাখলাম তোমায়। আমি তোমাকে দোষ দেই না, কারণ আমি জানি, দোষ ছিল সময়ের, পরিস্থিতির আর হয়তো নিজেরই। সব কিছু ঠিক থাকার পরেও কেন যেন সব এলোমেলো হয়ে গেল। দোষ দেই নিজের ভাগ্যকে, যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলনা। আমি চেয়েছিলাম শান্তি ভালোবাসা আর একটুখানি সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল কষ্ট, অভিমান আর একাকীত্ব। আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে। তোমার প্রতি কোন অভিযোগ নেই, কারণ আমি জানি ভালোবাসা জোর করে হয় না কিন্তু কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য সহায় হত তাহলে হয়তো আমার গল্পটা অন্যরকম হতো। আজও প্রতিদিন নিজেকে প্রশ্ন করি, কোথায় ভুল করলাম? কিন্তু উত্তর পাই না। হয়তো ভুলটা ছিলো আমার স্বপ্ন দেখার। হয়তো ভুলটা ছিল ভাগ্যের অপর ভরসা করার....!
2025-07-20 06:58:33
1
mahiya.ahmed55
Md Mahiya Ahmed :
–অভিশাপ। দিচ্ছি না; তবে আমি চাই- আপনার জীবণে ঠিক আপনার মতোই একজন মানুষ আসুক, আমি চাই-আপনার ভালোবাসা ঠিক আপনার মতো করে আপনাকে ভালোবাসুক, আপনার মতো করেই আপনাকে অবহেলা করুক, আর সবশেষে আপনার মতো করে আপনাকে ছেড়ে যাক। তখন আপনি বুঝবেন অনেকটা ভালোবাসার বিনিময়ে অবহেলা পেলে কেমন লাগে, আপনি বুঝবেন অপেক্ষার প্রহর ঠিক কেমন হয়, আপনি বুঝবেন বেঁচে থেকে মৃত্যুর স্বাদ পাওয়া কতটা কষ্টের, নির্ঘুম রাত আপনাকে অনেক বেদনা দিবে, আপনি বুঝবেন অবহেলা পাওয়ার পরেও সেই মানুষটাকেই চেয়ে যাওয়ার আকুতি কেমন হয়। আমি খুব করে চাই আপনার জীবনে ঠিক আপনার মতোই একজন মানুষ আসুক, আপনার চাওয়া পাওয়া গুলোকে উপেক্ষা করুক, আপনার পছন্দ গুলোকে ছুড়ে ফেলে দিক, আপনার প্রতি তার একটুও মায়া-দয়া না জন্মাক, আপনাকে সে যত্ন কইরা আগলাইয়া না রাখুক, না রাখুক কোনো প্রতিশ্রুতি,, আপনাকে আপনার মত কইরাই ছেড়ে দিয়ে মিলিয়ে যাক শূন্যে। আপনি দুনিয়ার কোন ভাষা দিয়ে যেনো না বুঝাইতে পারেন; যে আপনি তারে কতোটা ভালোবাসেন, যেমন কইরা আমি আপনারে বুঝাইতে পারি নাই। আপনার মনটাকে শূন্যে ভাসিয়ে দিক, সব স্বপ্নগুলো জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে দিয়ে যাক শুধু একাকিত্ব আর এক বুক আক্ষেপ...!!😅💔
2025-07-29 16:22:18
4
md.billal.hossain1912
☠️💀👽শূন্যতার দেওয়াল☠️💀👽 :
একদিন তুমি বুঝবে, একদিন তুমি ঠিকই বুঝবে— সবাই ভালোবাসে, কিন্তু আমার মতো নয়। তারপর তোমার বুকে এক অজানা কষ্ট আসবে, কারণ তখন তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় কেউ একজন ছিল, যে নিঃস্বার্থভাবে শুধু তোমারই ছিল। তুমি ভাববে, কেউ একজন গভীর রাতে আল্লাহর দরবারে নিঃশব্দে তোমার জন্য কাঁদত। কারো কাছে তুমি শুধু একজন মানুষ নও, ছিলে পুরো একটা জগত। কিন্তু আমি শিখে যাবো তোমাকে ছাড়া বাঁচতে। তোমার বদলে আমি নিজেকেই বদলে ফেলব, আর প্রতিটি হৃদয় যেখানে তোমার নাম ধ্বনিত হতো, তা হয়ে যাবে নীরব, ঠাণ্ডা এক শহর। তারপর তুমি পেছনে তাকাতে চাইবে, কিন্তু আমি তখন আর সেই পুরনো জায়গায় থাকব না। কারণ একবার কেউ মুখ ফিরিয়ে নিলে, তারা আর ফিরে তাকায় না। তখন তুমি সব সুখের মাঝখানে শুনতে পাবে, বুঝতে পারবে-আমার মতো ভালোবাসা আর কোথাও নেই। তখন তুমি ভাববে, যে ভালোবাসাকে একসময় অবহেলা করেছিলে, সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি!😫❤️‍🩹
2025-07-22 14:08:37
8
angelshoily
🤍♡^you'r_suraiya^♡🤍 :
😅😞"জানো কতগুলো অভিমান নিয়ে আমি তোমার থেকে সরে এসেছি, তুমি চাইলেই পারতে সব অভিমান মুছে দিতে, কিন্তু তুমি বুঝিয়ে দিলে দুরত্বই সুন্দর, তাই আমিও বাড়িয়ে দিলাম দূরত্ব, ভালোবাসাটা না হয় অভিমান হয়েই জমে থাকুক....😊❤️‍🩹
2025-07-28 16:31:40
4
mdsumonlslam702
heppy man..😅 :
@kala manus ami.😁😊:balobasa amoni hoi janen akta meyer jonno ami jibone kom kanna kori nai ami tare allha r kase onek kore chaici je allha tomi or amar kore dau din sese ami aka hoye gelo asole amader jibon amoni jake apni mon theke balobasben shei apna k duka dibo..😭💔janen tar kotha mone hoile akhono cok diye pani ber hoi kintu kisu to korar nai karon she to ar amar nai tai ami sob sumoi tar jonno duya kori she jeno valo thake. onek balo thake...😅🤲
2025-06-30 18:27:04
7
look08303
Nahid 999 :
☺️তুমি চাওনি বলেই তুমি আমার হওনি!! তুমি চাওনি বলেই আমি তোমায় পাইনি তুমি চাওনি বলেই পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকিয়ে রাখতে পারেনি,,,,,.. শুধু তুমি চাওনি বলেই সকল বাধা বিপত্তি নিমিষেই ধুলোয় মিশে যায়, মানুষ চাইলেই কি না করতে পারে,,, মানুষ চাইলেই পৃথিবী জয় করতে পারে,,, মানুষ চাইলেই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে নিমিষেই। আর তুমি আমার হতে পারলানা.....!!!
2025-07-25 17:17:41
3
munniakter6635
Sharmin Akhter :
এখন আর কাউকেই বিরক্ত করি না শত কষ্ট হলেও একা থাকার চেষ্টা করি 😢😫😓
2025-07-31 12:14:34
9
mdmorsalinislam58
Morsalin 😊 :
আপু ক্যাপশন টা দিবা একটু 😔
2025-08-08 07:34:54
2
alamin4801
𝑢𝑟𝑎𝑙𝑎𝑚𝑖𝑛 :
সে ছিল ডিভোর্সী তার অতিত খুব খারাপ ছিল বলার মত না তার পর ও বিনা স্বার্থে ভালোবাসছিলাম😅😅এত কান্না করলাম বুঝানোর মত না তারপরও দরে রাখতে পারলাম না, টাকাই কি মানুষ কে সুখ এনে দিতে পারে? যে মানুষ বলত টাকা কিছু না মানসিক শান্তি দরকার আর সেই টাকার পিছনে চলে গেল😅 সুখ খুজতে গিয়ে ভালোবাসার মানুষ টা কে হারাইলা বোকা মেয়ে 💔 কাকে বিশ্বাস করব মানুষ এত স্বার্থপর কিভাবে হয় একটু ভয় নেই । যে মানুষ আমাকে না পাওয়ার জন্য ভয় পেত আর সে মানুষটাই আমাকে রেখে চলে গেছে অন্যের গড়ে, কল্পনা করতে পারি না কেন এত মায়া লাগিয়ে চলে গেলে, 😅 আজ ১৫দিন কোন কথা নাই 💔 হঠাৎ করেই অসহায় লাগে, কান্না আসে, নিজের উপর রাগ হয়, এ কেমন জীবন আমার💔😅 আমায় একা করে চলে গেলি🥹 দোয়া করি সুখে থাকো আমি না হয় দুঃখ টা নিলাম😅
2025-08-13 19:14:45
1
mdrakibhasan8929
МĎ ŔĂĶĨβ ĤĂŚĂŃ :
তোমাকে অন্য কেউ স্পর্শ করবে, তােমার হাত ধরবে, তােমার বুকে মাথা রাখবে, তােমার মাথায় হাত রেখে যত্ন করবে, তােমারে ভালোবাসি বলবে, তােমার পাশাপাশি হাঁটবে। এই কথাগুলো ভাবলে আমার অন্তর কেপে উঠে। বুকের মধ্যে অনেক কষ্ট যা সহ্য করার মতো না আমিও তো তোমাকে নিয়া স্বপ্ন দেখেছিলাম তােমার সাথে ছোট একটা সংসার হবে আমার, তােমার কাঁধে মাথা রেখে জোছনা রাতে চাঁদ দেখবো। তােমার হাতে হাত রেখে পাশাপাশি হাঁটবো। একসাথে বিকেল বেলা ঘুরতে যাবো স্বপ্ন দেখতে তো তুমিই আমাকে শিখিয়েছিলে কিন্তু সেই স্বপ্ন পূরণ হবার আগেই মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলা? তাহলে কি তোমাকে বিশ্বাস করে ভালোবাসাই ছিলো আমার সবচেয়ে বড় অপরাধ একটা কথা কি জানো তোমাকে ভালোবাসার পর থেকে আমার আর কাউকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে করেনা। তোমার মতো এমন মায়ায় আমাকে আর কেউ বাঁধতে পারবে না আমার জীবনে সবচেয়ে বড় আফসোস "আমি তোমাকে বোঝাতে পারলামনা যে- আমি তোমাকে কতটা ভালোবাসি।😔
2025-07-19 00:54:26
8
suraiya3090
🌈 苏莱亚🥂 :
caption ta den plz
2025-08-11 03:21:23
1
mdbillalk04
mdbillalkhan :
পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে, মন দিয়ে মনের কথা বলা শোনার মানুষ একজনও থাকেনা!😅 __ 🥀🥀
2025-07-24 17:48:39
1
suconaislam00
Sandiya :
আচ্ছা একটা কথা কেউ প্লিজ বলবা কতক্ষন কানলে তমন চোখ ফুলো :
2025-07-18 11:08:47
6
maishaa129
🦋^~♥𝙈𝙖𝙞𝙨𝙝𝙖༒🥂☆❥ :
~অপেক্ষা.!😊 অপেক্ষার মাঝেই লুকিয়ে থাকে এক অদ্ভুত ভালোবাসা.!~ফেরাতে পারিনি আমি পারিনি তোমার হতে.!😊😅
2025-07-23 07:22:43
5
labnie02
🎀(:-Lamiya -:)🎀 :
আপু ক্যাপশন টা একটু দেন
2025-07-23 14:42:43
3
mayabotikonna703
🦋🦋...মায়াবতী কন্যা...🦋🦋 :
এ যুগে সত্যি কারের ভালো বাসার কোনো দাম নাই😅💔
2025-08-02 06:43:47
10
To see more videos from user @caption..........82, please go to the Tikwm homepage.

Other Videos


About