প্রাক্তন তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রতারক হলেও তোমাকে আমি মনে রেখেছি, তোমার প্রতারণার বিরুদ্ধে এটাই আমার প্রথম প্রতিবাদ।পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে অংশগ্রহণ করে তবুও আমি প্রাক্তনকে ক্ষমা করবো না। যে আমার মুক্তমনার জীবনকে রক্তপাতহীন হত্যা করার জন্য সে বেঁচে নিয়েছিলো গোলাপ। ঠোঁটের কোণে মিথ্যা গুঁজে রাখা চুমু। জোসনার আলো থেকে টেনেহিঁচড়ে অন্ধকারে একা রেখে নিরুদ্দেশ হয়েছে।যোগ্যতার বাটখারা দিয়ে মাপলে ভালোবাসা। দীর্ঘদিন সম্পর্কে থেকে যেই টেবিলে বসে মুগ্ধতার গল্প বলতে। ঐ টেবিলে বসে'ই মিথ্যা অভিযোেগ ঠেসে দিয়ে জলের গ্লাসের মতো সম্পর্ক ভাঙলো। অন্য নদীতে সাঁতার কাটলো। অন্য কাঁদে মাথা রাখলো। জামাকাপড় বদলের মতো বদল করলে মানুষ। আবেগ না বুঝে ক্যারিয়ার বুঝলে। ঐ সকল প্রেমিকার নামে বুকের তিন ইঞ্চি গভীরে আমি আজন্মকাল ঘৃণা লিখে রাখি। ওদের ক্ষমা করা পাপ। ধরো পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত, মৃত্যু বুকের উপর ওঠে হামাগুড়ি দিচ্ছে, হৃদয়পিণ্ডে কুড়োল মারছে যন্ত্রণায়, ঐ মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে ক্ষমা চায় আমি করুনা করে হলেও তাঁকে ক্ষমা করবো না। আমি মৃত্যুকে ছুঁতে ছুঁতে কাঁপা কাঁপা হাতে শাহাদাত আঙ্গুল তুলে সোজাসাপ্টা জানিয়ে দিব, পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকাদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে। ভালোবাসি এখনো তবে ক্ষমা করতে পারছিনা তোমায়, আমি তোমায় ঘৃণা করি, বিশ্রী রকম ঘৃণা করি .
2025-07-17 18:20:33
5
🚩P :
তবে ভুল ভেবো না‘আমি কারো না আমি তোমারি‘আছি কিন্তু তুমি আমার নাই..!❤️🩹🔪
2025-07-02 03:13:15
5
mim Islam :
দামু উন গার!🥺💔
2025-08-19 20:46:00
1
🎀...(Moni)...🎀 :
এখন অনেক ভালো আছি কারোর সাথে কথা না বলে থাকতে পারি..! 🙂
2025-07-19 12:05:00
11
আইডি ডিলিট :
একলা বাছতে শিখেন বড় ভাইয়া, কারণ মানুষ জানাযায় যায় কবরে নয়
2025-07-20 02:20:48
2
dark_aqee1 :
কোনো অভিযোগ নেই এখন, তুমি যেভাবে চলেছো, তাতে আমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক ছিলো.!😥💔
2025-07-02 13:22:59
10
✿----Nodi----(๑˙❥˙๑) :
হুম🥺
2025-07-01 22:37:17
4
🍁🥀*+$ নষ্ট কবি# ★+😃💔..! :
আর কারো হবো না তুমি অন্য কারো গল্পের রানী হও 😊😊
2025-07-01 14:30:15
2
乙x乙IN★友. :
তবে ভুল ভেবো না‘আমি কারো না আমি তোমারি‘আছি কিন্তু তুমি আমার নাই
2025-08-19 21:29:09
2
♕♡⚘𝔪ᵒ𝕓ã𝚛ᵒₖ⚘♡♕ :
মৃত্যু ছাড়া সব মিথ্যা দুনিয়াতে কেউ কারো না…এ সব মায়াজাল…💔❤️🩹💔
একা করে রেখে গেছে আবার বলে আমি তোমারি আছি এরকম ভাবে থাকার কি কোন দরকার আছে
2025-07-19 10:19:41
3
♛┈⛧┈┈•༶সাদা–কালো জীবন༶•┈┈⛧┈♛ :
ঘুমের মধ্যে তাকে সপ্নে দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে যাওয়ার পর কান্নার ব্যাপারটা মারাত্মক সুন্দর..!! 😅❤️🩹
2025-07-21 17:46:43
2
Arman 🥰🥰 :
যাই হোক আর কখনো বলবো না ভালোবাসি তোমায় 😅❤️🩹
2025-07-19 03:58:38
3
🧸♡-ꫝ Ꮪ Ꮋ Ꮖ Ꮶ-🎀🦋 :
মানুষ কখনো মানুষ কে খুঁজে না,
খুজে তারদুরুদ দুর্বলতাকে,.😅💔
2025-07-26 03:01:35
2
ব্যর্থ কবি :
আমার শখের বলতে তুমি'ই ছিলে! এখন তুমিও নাই" শখও নাই! তুমি শুধু আমাকে ছেড়ে যাও নি" আমাকে ভেতর থেকে ভেঙ্গে চুরে শেষ করে দিয়ে চলে গেলা! কি ভুল ছিলো আমার? তোমাকে অসম্ভব ভালোবাসা? আগে না আমাকে পাগলের মতো ভালোবাসতে? তাহলে এখন ভালো না বাসার কারণ কি? জানো? তুমি যাওয়ার পর আমি নিজের উপর অসম্ভব অত্যাচার করছি! তোমাকে ভালোবাসার ফলে" আজ আমার সুন্দর জীবন'টা মৃত্যু পর্যায় এসে থামকে গেছে! কি দোষ ছিলো আমার? যায় কারণে আজ আমার এত সুন্দর জীবন'টা অমানুষে রুপান্তরিত করে দিলে? আমাকে এমন করে শেষ না করে দিলেও পারতে! আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি! একটু ভালো থাকার চেষ্টা করেছি! জানো? এত কিছু'র পরও এ বেহায়া মন শুধু তোমার কথা ভাবে! একদিন দেখবে নিজের উপর অত্যাচার করতে করতে আমি আর নাই! আচ্ছা আমার জন্য কি তোমার একটু ও মায়া হয় না? আমাকে কি একটুও ভালোবাসা যেতো না? আমাকে ধ্বংস করে তুমি অন্য কারো সাথে কি'ভাবে হাসি খুশি থাকো? মনে রাখবে' উপরে যিনি আছে তিনি কিন্তু সব দেখতেছে! মনে রাখবেন আল্লাহ আমারও" আমার আল্লাহ এক দিন না একদিন এইটার বিচার করবে..!😊❤️🩹📓
2025-07-20 14:02:55
0
💔 OBITO ★★🫀💔-★ :
শব্দ হিন কিছু চিৎকার আর ভারাক্রান্ত মন নিয়েই বেচে আছি আমি..! 🙂
এই শহরের সবচেয়ে সুন্দরিদের আমি এড়িয়ে চলতে পারলেও তুমার ওই মুখ দেখে আমি থমকে জাই, তুমার ওই হাশি যেনো সেই সিক্ত পদ্ম, তুমার রুপে আগুন আছে পদ্মাবতী সেই রুপেই পুরেছি আমি।
সেই আগুনেই নিশ্বেস হয়েছি আমি, সেই আগুনেই জলে পুরে নিচিহ্ন হয়ে গেছে আমার এই মৃত আত্মা।
জানি পূনরজন্ম হবে না, তবু এ মন তুমাকে পেতে জন্মাতে চায় বার বার..! 🙂💔
2025-07-04 09:28:55
2
🥰 আলহামদুলিল্লাহ 🥰 :
😭😭😭😭😭😭🥀🥀 সেইও আমার আছে কিন্তু তার পরিবার তার বিরুদ্ধে সে কারণে আমার করে নিতে পারতেছি না 😭🥀
2025-07-19 20:07:54
1
🆅🅴🅽🅾🅼* :
@『Bike』●⃝ᶫᵒꪜerজোড় বিশ্বাস রাখো হারাব না জীবন থাকতে😅
2025-07-19 20:26:39
1
💔☆°☆MD Shuvo★°★💸ছোট কবি,🍁😔 :
স্বপ্ন-কল্পনা' আমার ও ছিল, আমাকে; কে বা থামায়! -আমি ঠকে ছিলাম, নির্মম -বাস্তবতায়...!🌊
2025-07-02 14:19:51
5
🦋 :
কারো জন্য মিথ্যা অপেক্ষায় নিজেকে না রেখে দূরে সরে আসা ভালো বলে আমি মনে করি😌❤️🩹
2025-07-01 13:16:14
2
✒️"খুদে লেখক📜..! :
তবে ভুল ভেবো না'আমি কারো
না আমি তোমারি আছি কিন্তু
তুমি আমার নাই.!😥❤️🩹
2025-07-19 13:09:45
2
DAVIL.0001 :
হুম মামা এটা সেই ছিলো 🥺
2025-07-18 15:02:42
2
🔥Ebrahim khondokar🔥 :
2025-07-03 15:26:42
1
🌀 শা ও ন 🌚 :
ওহে মায়াবতী আমি ছোয়ার পূর্বে যদি তোমার 100 পুরুষ ও ছুঁয়ে দেয় তারপরও তুমি আমার কাছে কুমারী কারণ আমি তো তোমায় শুইনি যে তোমাকে ভালবাসবে সে তোমার অতীত বর্তমান তোমাকে কে কতবার শুইলো কার সাথে ঘুমিয়েছো এগুলা ম্যাটার করবে না সে তোমাকে মন থেকেই ভালোবাসে 😒
2025-07-20 13:38:15
2
To see more videos from user @sejan.2.0, please go to the Tikwm
homepage.