🙂👍🏻 :
@গুলবাহার!?🪔✨:একটা বাস্তব কথা কি জানেন,,??
আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন,, যাকে "first priority" দিবেন,,। যত্ন করবেন। সবসময় তার ভালো মন্দ খেয়াল রাখবেন,, সে আপনাকে গুরুত্ব দিবে না,,!! উল্টো আপনি যে তার খোঁজ নিচ্ছেন,, তাঁকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন,, এতে সে বিরক্ত হবে,,। আর তারপর আপনাকে সে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে। আপনি তাঁকে দিনে দশবার "text" করলে সে আপনাকে একবার "replay" দেবে,, তারপরেও দেখবেন আপনার লিখা রচনার মতো "message" এর "replay" এ ছোট্ট ছোট্ট কিছু বাক্য,, এতে আপনি কষ্ট পাবেন। ধীরে ধীরে নিজেকে বুঝিয়ে বদলে ফেলবেন,, যখন দেখবেন আপনি তাঁকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। আগের মতো "text" করছেন না তখনই সে আপনার প্রতি দায়িত্ববান হবে,,। আপনাকেও সে আপনার মতো করে গুরুত্ব দিবে,,। তখন তার "priority list" এ আপনিই থাকবেন প্রথম,,! কিন্তু ততদিনে বেশ দেরি হয়ে যাবে,,।ততোদিন আপনি আপনার মন থেকে তাঁকে ধীরে ধীরে মুছে ফেলতে শুরু করেছেন। হাজার চাইলেও আপনি তখন তাঁকে আর আগের মতো গুরুত্ব দিতে পারবেন না,,। আর তখনই দেখবেন সেই সম্পর্কে ফাটল ধরছেএকটা কথা কী জানেন এক তরফা চেষ্টায় কোনো সম্পর্ক-ই টিকে থাকে না। তাই সময় থাকতে মূল্য দিন, মানুষটা বদলে যাওয়ার আগেই তাঁকে আগলে নিন,, কেননা মানুষ মাত্রই পরিবর্তনশীল,,!!☺️❤️🩹
2025-07-05 16:45:47