@hardship.org: ভিক্ষুকও জানে কোথায় থেমে যেতে হয়... দুইবার চাইবার পর সে আর মুখ তোলে না— কারণ, সম্মানেরও একটা সীমা থাকে। কিন্তু আমি? তোমাকে চেয়ে চেয়ে সেই সীমা কতবার পেরিয়েছি, তা গুনে শেষ করা যাবে না। আমি তো আর কিছু চাইনি, শুধু তোমাকে চেয়েছিলাম... তোমার একটু ভালোবাসা, একটু উপস্থিতি, একটু "তুমি আছো" এই আশ্বাস। হয়তো সেটা চাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কারণ, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না... তবু আমি বারবার চেয়েছি... শুধু তোমাকেই!

Hardship
Hardship
Open In TikTok:
Region: BD
Sunday 06 July 2025 12:07:25 GMT
1328577
48045
825
12913

Music

Download

Comments

.noyon_66
নষ্ট কবি 🖋️📓 :
ভিক্ষুক ও জানে কোথায় থেমে যেতে হয় দুইবার চাইবার পর সে আর মুখ তোলে না কারণ সম্মানেরও একটা সীমা থাকে কিন্তু আমি তোমাকে চেয়ে চেয়ে সীমা কতবার পেরিয়েছি তা শুনে শেষ করা যাবে না আমি তো আর কিছু চাইনি শুধু তোমাকে চেয়েছিলাম তোমার একটু ভালোবাসা একটু উপস্থিতি একটু তুমি আছো এই আশ্বাস হয়তো সেটা চাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল কারণ ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না তবুও আমি বারবার চেয়েছি শুধু তোমাকে..!😅
2025-07-07 13:06:01
54
md.rabby.hasan1717
❤️‍🩹❤️‍🩹ছোট্ট কবি ❤️‍🩹❤️‍🩹 :
তুমি অনেক দেরিতে বুঝবে । আমি হারিয়ে যাওয়ার মানে শুধু একজন মানুষকে হারানোর নয়_তুমি হারিয়েছ সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থভাবে তোমায় পাশে ছিল। তোমাকে দেখতো জীবন তোমার প্রতিটা না বলা কথা বোঝার চেষ্টা করতো। একদিন হঠাৎ খুব মনে পড়বে__আমাদের সেই সব দিন যখন আমি ছিলাম। তখন হয়তো তোমার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতাও আসবে কিন্তু আমি তখন থাকবো না। আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা আসলে কতটা দুর্লভ। ভালোবাসার অভাবে অনুভবের দারিদ্র্য। তুমি ধীরে ধীরে পুড়ে যাবে। আমি যখন তোমার চারপাশে ছিলাম তুমি বুঝে উঠোনি আমার গুরুত্ব। অথচ আমি হারিয়ে গেলে—হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে, মেঘের বিষন্নতায়,মাথায় নদীর একাকীতে বা পাহাড়ের নিস্তব্ধতায়। তুমি আমাকে খুঁজে পাবে। কিন্তু সে পাওয়াটা হবে শুধু অনুভবে, বাস্তবে নয়, তখন হয়তো মনে হবে—"ইশ! যদি আর একবার সময়কে পেছনে নেওয়া যেতো। কিন্তু সময় তো কারো জন্য থামেনা। মানুষ যখন চুপচাপ সরে যায়। তখন সে আর আগের মত ফেরে না। বুঝবে ঠিকই খুঁজবেও ঠিকই—কিন্তু আমি আর ফিরবো না 😅💔
2025-07-09 08:22:41
71
suzannejgoodwin
MarjAn Joli :
ভিক্ষুকের চেয়ে ও অধম আমি এত অবহেলার পরেও তাকে ভুলিনি 😭💔
2025-09-03 09:13:40
0
mdbaijid944
🤫একাকিত্ম মন আমার 🥀😅 :
এই পিকের মুভিটা কিন্তু অনেক সুন্দর যারা দেখো নাই তারা কমেন্ট করো মুভির নাম বলে দেবো
2025-08-19 18:17:52
2
md.nahid.hasan.na815
"মন মরা কবি,🗒️🖊️💔 :
কালি ছাড়া যেমন কলম মূল্যহীন...! - তেমনি নামাজ ছাড়া মুসলিম মূল্যহীন...!💖
2025-08-29 04:39:34
5
raat.jaga.pakhi26
♥️ মায়াবতী❤️ :
যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোঝা পোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আমরা সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!😅😭😭
2025-07-25 09:56:12
9
accountnotfound_1_2_5
🍁❄️ধ্রুবতারা❄️🍁 :
আমি চেয়েছিলাম তুমি থাকো আমার হয়ে থাকো- আমার মৃত্যু পযন্ত আমার সাথেই থাকো? আমি চেয়েছিলাম তুমি আমাকে ছায়া দাও, আমার স্নেহ দাও আমাকে একটু ভালবাসা দাও, আমার ক্লান্ত চোখে একটু ঘুম দাও আমার অস্তির মনকে একটু শান্তি দাও! কিন্তু না, তুমি থাকোনি! আমি আমার আজি শুনলে না! আমার জীবনে কত মানুষ এসেছে আর গেছে, কিন্তু কার জন্য আমার চোখের কোণে অশ্রু জমেনি? তোমার কথা ভাবলে কেন চোখের কোণে জল জমে? তোমার কথা ভাবলেই আমার পেটে ব্যাথা হয়! এই পৃথিবীর কোলাহল অসহ্য আমি ভেতরে ভেতরে দীঘশ্বাস ফেলি মনে হয় যেমো কেউ নেই তোমাই ভাবলেই আমার আশ্রয় নেয় পৃথিবীতে ব্যথা তাজা এবং আমি শ্বাস নিতে পারছি না তোমার কথা ভাবলেই আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ তুমি থাকলে আমার আমার বাগানে গোলাপ ফুটবে সুবাস চারদিকে ছড়িয়ে পড়বে তুমি থাকলে আমার সব খারাপ অনুভূতি দুর হয়ে যেত কিন্তু না তুমি থাকোনি হারিয়ে গেছো বহুদূরে 😢😭💔
2025-07-09 03:39:11
15
arman2rita
🔰A_S_কবি~📝 :
কেপশন টা
2025-07-07 18:48:41
3
mdlotiburrahmanlo
☺️পাগল প্রেমিক 🫰🥰 :
আজও লিখলাম ,তোমার উদ্দেশে, যদিও জানি, এ চিঠি কখনোই তোমার হাতে পৌঁছাবে না। তবুও মনে হয়, হয়তো এই শব্দগুলোর মাঝে তুমি একবার হলেও অনুভব করবে আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো। তোমাকে না পাওয়ার এই ব্যথা এক অদ্ভুত অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি রাত যখন নিঃশব্দে নেমে আসে, আমি তখন তোমার স্মৃতির আলোয় ডুবে যাই। কত কথা যে বলার ছিল, কত গল্প যে বুলতে চেয়েছিলাম তোমার সাথে, তা আর কখনোই বলা হবে না। তুমি দূরে চলে গেছো, অথচ আমার হৃদয়ের এক কোণায় তুমি এখনো বসত গেড়ে আছো। প্রতিদিন তোমার অভাব অনুভব করি, কিন্তু তা প্রকাশ করার ভাষা পাই না। তোমার হাসির সেই চেনা সুর, তোমার কথার সেই মিষ্টি ঝংকার-সব আজও কানে বাজে। কখনো মনে হয়, যদি সময়টাকে পেছনে টেনে নেওয়া যেত! যদি সেই মুহূর্তগুলোকে আবার ছুঁয়ে দেখতে পারতাম! কিন্তু জীবন তো একবারই বয়ে চলে, পেছনে ফিরতে জানে না। তুমি হয়তো এখন অনেক দূরে, অন্য কোথাও, অন্য কারো সাথে সুখ খুঁজে নিয়েছো। আমি তোমার সেই সুখের পথে বাধা হতে চাই না। শুধু এতটুকুই চাই, কোনো এক একলা রাতে যদি আমার কথা মনে পড়ে, যদি অনুভব করো যে কেউ ছিল যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তবে এক মুহূর্তের জন্য হলেও আমায় মনে করো। আমি জানি, তোমাকে পাওয়া আমার নিয়তি ছিল না, কিন্তু তোমাকে ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। সেই অনুভূতি নিয়েই হয়তো একদিন আমি হারিয়ে যাবো, তোমার স্মৃতির ছায়ায় বিলীন হয়ে যাবো। ভালো থেকো তুমি, সবসময়। 💔😅
2025-09-01 21:37:24
0
rizbeahmedovi
Nirsartho valobasha.M.R. :
প্রিয়" তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর ভিডিও দেখা হতো না।তাই স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম, যখন কেউ এই ভিডিওটা দেখতে এসে কমেন্টটাতে লাইক দেবে, তখন নোটিফিকেশন পেয়ে তোমার কথা মনে পড়বে…!🌸💔😅
2025-07-08 18:57:29
39
mdjiyadulislam.sl
iqfa,+,jihat,🫰 :
@❤️‍🩹❤️‍🩹ছোট্ট কবি ❤️‍🩹❤️‍🩹:তুমি অনেক দেরিতে বুঝবে । আমি হারিয়ে যাওয়ার মানে শুধু একজন মানুষকে হারানোর নয়_তুমি হারিয়েছ সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থভাবে তোমায় পাশে ছিল। তোমাকে দেখতো জীবন তোমার প্রতিটা না বলা কথা বোঝার চেষ্টা করতো। একদিন হঠাৎ খুব মনে পড়বে__আমাদের সেই সব দিন যখন আমি ছিলাম। তখন হয়তো তোমার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতাও আসবে কিন্তু আমি তখন থাকবো না। আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা আসলে কতটা দুর্লভ। ভালোবাসার অভাবে অনুভবের দারিদ্র্য। তুমি ধীরে ধীরে পুড়ে যাবে। আমি যখন তোমার চারপাশে ছিলাম তুমি বুঝে উঠোনি আমার গুরুত্ব। অথচ আমি হারিয়ে গেলে—হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে, মেঘের বিষন্নতায়,মাথায় নদীর একাকীতে বা পাহাড়ের নিস্তব্ধতায়। তুমি আমাকে খুঁজে পাবে। কিন্তু সে পাওয়াটা হবে শুধু অনুভবে, বাস্তবে নয়, তখন হয়তো মনে হবে—"ইশ! যদি আর একবার সময়কে পেছনে নেওয়া যেতো। কিন্তু সময় তো কারো জন্য থামেনা। মানুষ যখন চুপচাপ সরে যায়। তখন সে আর আগের মত ফেরে না। বুঝবে ঠিকই খুঁজবেও ঠিকই—কিন্তু, আমি অপেক্ষায় থাকবো,, তোমার,,, , 🥹😭
2025-07-11 19:40:21
3
jonypaul.jonypaul
Jonypaul Jonypaul :
হাজার হাজার বার ভিক্ষা চাইছি বিনিময়ে শুধু দুঃখ দিয়ে চলে গেছে 😭😭😭💔সেতু💔
2025-07-23 10:10:22
5
mdafran431
md afnan :
ব্যর্থ আমি ব্যর্থ আমার মন,,,,!! ভিক্ষুকের মত ভিক্ষা চেয়ে ও,,,,!!! পাইনি তোমার মন,,,,,!!! 😒☹️
2025-07-28 14:06:25
2
_9903995
🥰🦋একজনের শখের নারী 🦋 S+B👑 :
ভাইয়া নিচের ক্যাপশনটা আমাকে লিখে দেন
2025-07-07 07:49:04
2
soflkul2345678
SOFIKUL_ISLAM_♥ :
মিথ্যা ছিল তার ভালোবাসার কোনো উদ্দেশ্য, আর আমি ছিলাম কেবল একটি আশা।”যখন ভালোবাসা ছিল মিথ্যা, তখন সব আশা হারিয়ে গিয়েছিল।” তার ভালোবাসা ছিল এক মিথ্যা অধ্যায়, আর আমি ছিলাম সেই গল্পের এক ভুল চরিত্র।”আশায় ছিলাম, কিন্তু শেষটা ছিল শুধু মিথ্যা।”তাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু মিথ্যা ছিল তার ভালোবাসা।”
2025-07-31 08:47:10
2
saikat89890
﷽𝄞⋆⃝ Saikat ⋆⃝𝄞༆﷽ :
তুমি অনেক দেরিতে বুঝবে । আমি হারিয়ে যাওয়ার মানে শুধু একজন মানুষকে হারানোর নয়_তুমি হারিয়েছ সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থভাবে তোমায় পাশে ছিল। তোমাকে দেখতো জীবন তোমার প্রতিটা না বলা কথা বোঝার চেষ্টা করতো। একদিন হঠাৎ খুব মনে পড়বে__আমাদের সেই সব দিন যখন আমি ছিলাম। তখন হয়তো তোমার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতাও আসবে কিন্তু আমি তখন থাকবো না। আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসা আসলে কতটা দুর্লভ। ভালোবাসার অভাবে অনুভবের দারিদ্র্য। তুমি ধীরে ধীরে পুড়ে যাবে। আমি যখন তোমার চারপাশে ছিলাম তুমি বুঝে উঠোনি আমার গুরুত্ব। অথচ আমি হারিয়ে গেলে—হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে, মেঘের বিষন্নতায়,মাথায় নদীর একাকীতে বা পাহাড়ের নিস্তব্ধতায়। তুমি আমাকে খুঁজে পাবে। কিন্তু সে পাওয়াটা হবে শুধু অনুভবে, বাস্তবে নয়, তখন হয়তো মনে হবে—"ইশ! যদি আর একবার সময়কে পেছনে নেওয়া যেতো। কিন্তু সময় তো কারো জন্য থামেনা। মানুষ যখন চুপচাপ সরে যায়। তখন সে আর আগের মত ফেরে না। বুঝবে ঠিকই খুঁজবেও ঠিকই—কিন্তু আমি আর ফিরবো না 😅💔
2025-07-15 09:55:06
2
rohimsheikh595
Suman Shaikh :
ভাই কারো মায়ায় পরা অনেক ভয়ঙ্কর জিনিস রে ভাই খুব ভয়ংকার রাতের ঘুম কাইরা মুখের হাসি কইরা নিয়া দেয় শুধু চোখ ভরা পানি
2025-07-07 06:24:06
11
user4210296105275
জোনায়েদ :
জীবনে আমারে কেউ এভাবে চাইলোনা
2025-07-07 06:41:08
4
abirk36
😭ইচ্ছে গুলো খুব অসহায়😭 :
প্রিয়" তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর ভিডিও দেখা হতো না।তাই স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম, যখন কেউ এই ভিডিওটা দেখতে এসে কমেন্টটাতে লাইক দেবে, তখন নোটিফিকেশন পেয়ে তোমার কথা মনে পড়বে…!😭💔
2025-07-18 20:12:14
4
ridya570
বি বাড়িয়া ছেলে :
আমি চাইছিলাম কিন্তু সে আমারা চাইল না??
2025-07-07 15:01:25
4
.shanta.aktar.sath
♥️♥️ Shanta Aktar Sathi ♥️♥️ :
অসাধারণ ভাইয়া কপি লিংক রিপোর্ট ডান
2025-08-04 11:58:07
4
mdjannatislam28
🥰Sathi Hara Balok😇 :
❝ঘুম কেবল শরীর চায়, কিন্তু মন তো এখনো একটা মানুষকে ধরে রেখেছে অসীম কল্পনায়।❞
2025-07-21 19:34:18
1
mdkaocharmd
বিজয় নগর থানার ছেলে আমি :
আসসালামু আলাইকুম কপিলিং রিপুস্ট করে দিলাম
2025-07-07 12:11:46
1
asifwaz1560
🫥S🫥A🫥H🫥I🫥N🫥 :
প্লিজ মনোযোগ দিয়ে পড়েন সব,,:যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-08-14 16:53:04
0
riyad100682
Riyad :
ভালবাসলেই কি তাকে পেতে হবে?? 😭😭
2025-07-18 14:39:27
0
To see more videos from user @hardship.org, please go to the Tikwm homepage.

Other Videos


About