Bongo Bangla short film ✅ :
❞সে এসেছিল হঠাৎ করেই। একদিন, এক সময়, খুব সাধারণ কোনো কথার মাঝখান থেকে তার সঙ্গে আমার হৃদয়ের একটা অদৃশ্য বন্ধন গড়ে উঠলো। ও হয়তো বুঝেও বুঝতে দেয়নি, আর আমি… আমি তো প্রতিটা কথার মাঝেই ওকে আপন করে নিয়েছিলাম।
প্রতিদিন সকাল থেকে রাত, একটা মেসেজের জন্য তাকিয়ে থাকতাম… হয়তো সে বুঝত না, আমি কতবার চোখ রাখতাম ফোনে — শুধু ওর একটা “Hi” দেখার জন্য।
ওর একটু হেসে কথা বলা, মাঝে মাঝে রেগে যাওয়া, এইসব ছোট ছোট আচরণ দিয়েই আমি ভালোবাসা বানিয়ে ফেলেছিলাম। হয়তো একটু বেশি, হয়তো একটু বেশি গভীরভাবে…
আমি কখনো দাবি করিনি, আমি শুধু পাশে থাকতে চেয়েছিলাম— একটা ‘বিশ্বাসী’ মানুষ হয়ে, যে ওর খারাপ সময়ে ওর হাতটা ধরে রাখবে।
কিন্তু ও একদিন বলল— “Please don’t disturb me again and again…” এই কথাটা আমার ভেতরটা ছিঁড়ে দিল। আমি তো শুধু ভালোবেসেছিলাম, জোর করিনি, ঠেলিনি, কিছুই চাইনি— শুধু চেয়েছিলাম, ও বুঝুক… একটু।
সেদিন থেকে আমি আর কিছু বলি না। শুধু মাঝে মাঝে ফোনের স্ক্রিনটা দেখেই ভাবি— হয়তো কখনো একটা মেসেজ আসবে… হয়তো ও নিজেই বলবে— “তুই আসলে সত্যি করেই আমাকে ভালোবেসেছিলি…”
কিন্তু সে দিনটা আর আসে না… আর আমি? আমি আজও থাকি সেই একই জায়গায়— একটা অসমাপ্ত ভালোবাসার গল্প হয়ে… 💔
2025-07-08 04:27:45