❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"মিলিয়ে নিও, আফসোস তোমাকেই করতে হবে.."
আমরা সবাই এমন কিছু মানুষকে দিয়েই ভালোবাসতে শিখেছি, যাদের হাতটা ধরে পৃথিবীর সব দূরত্বও কাছে নিয়ে আসার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নগুলোই আজ শুধু স্মৃতিতে থেকে গেছে। হয়তো তুমি জানো না, আমি কতবার কেঁদেছি তোমার জন্য, কতবার মন খারাপ হয়েছে যে, আমাদের পথ এবার আলাদা হতে চলেছে।
তুমি হয়তো ভাবছো, কেন এই দুঃখ আমারই? কেন আমারই মনে এখনও সেই পুরনো কথাগুলো ফিরে আসে? কিন্তু এই ভালোবাসার মায়ায় আটকে থাকা মানুষটা আর কেউ নয়, আমি। আমি যেই তোমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি, আমি যে তোমার হাসির পেছনে জীবনের হাজারো বেদনা চাপা দিয়েছি।
আজ যখন আমি পিছনে তাকাই, দেখি একটাই কথা স্পষ্ট — ‘আফসোস তোমাকেই করতে হবে’। কারণ তোমার ভালোবাসা ছিল মায়ার মতো, হঠাৎ হারিয়ে যাওয়া এক জায়গা, যেখানে আমি ফিরে যেতে চাই, কিন্তু তুমি আর নেই।
তবুও, আমি শুভকামনা করি তোমার জন্য। চাই তুমি ভালো থেকো, সুখে থেকো। আমার আফসোস, আমার ভালোবাসা, আর আমার মায়া সব মিলিয়ে থেকে যাবে এক অজানা গল্পের পাতায়, যেটা তুমি হয়তো কখনো পড়বে না।
তাই বলছি, মিলিয়ে নিও, আফসোস তোমাকেই করতে হবে.. কারণ ভালোবাসার শেষ পর্যন্ত আমি ছিলাম তোমার, আর শেষ বিদায়ে তুমি ছিলে শুধু স্মৃতির দুঃখ।🙂💔
2025-07-28 19:12:56