AtiF Ahmed AriF JCD :
একদিন মানুষ বুঝবে:
নিশ্চয় একদিন এই দেশ তাকে চিনবে, তাঁর নে*তৃত্বে পরিবর্তনের ঝড় উঠবে, মানুষ দেখবে কীভাবে ধ্বংসস্তূপ থেকে গড়ে ওঠে সম্ভাবনার এক নতুন দেশ। দেখবে উন্নয়ন কীভাবে ছুঁয়ে যায় গ্রামের মাটি থেকে শহরের আকাশচুম্বী ভবন পর্যন্ত।
মানুষ ফিরে পাবে হারানো আশা, যুবক পাবে কর্মসংস্থান, শিক্ষা পাবে মর্যাদা, গরিব পাবে ন্যায়।
আমি আমার লেখার সম্পূর্ণ দায়িত্ব নিই কারণ, আমি তাকে চিনি, জানি, এবং বুঝি! আমি তার উপর বিশ্বাস রাখি! আমি জানি, তার নীরব ত্যাগ, তার অদৃশ্য লড়াই, তার অপরিসীম ধৈর্য!
ষড়*যন্ত্র করো যত খুশি, চালাও যত চ*ক্রান্ত…..
একদিন আসবেই, যেদিন তোমরা নিজেই নিজের মুখ লুকাবে লজ্জায়। কারণ তিনি বাংলাদেশে আশার প্রতীক, ভবিষ্যতের রূপকার, এক সাহসী নেতৃত্বের নাম।
বাংলাদেশ জিন্দাবাদ! 🇧🇩
2025-07-11 15:50:16