Md Jakariya 9X :
এমনটা না করলেও পারতি আমার সাথে আমার দোষটা ছিল কি মিথ্যা কথাটা বলার কোন মানেই হয় না সত্যিটা বললে কি হতো হয়তো তুই আমার অনেক আগের বলে গেছো আমি তো বলতে পারি নাই কারণ তুমি তো মায়াবতী তুমি তো করেছিলে আমার এই মেয়ে আর আমি তো পড়েছিলাম তোমার মায়ায় কারণ প্রেমে পড়া সহজ কিন্তু মায়ায় নয় আশা করি এতদিন তুমি আমায় ভুলে গেছো,,,,,,,,,,,,,, তুমি নয় হয় অন্য কারো গল্প হও আমি না হয় দূর থেকেই দেখে নেব কোন এক বই মেলায় না হয় তুমি ছেড়ে যাওয়ার পর তোমাকে ভুলতে আমি অনেক কষ্ট হবে আসলে কথা বলতে কি আমি তোমারে বলতে পারবোনা মৃত্যুর আগ পর্যন্ত তো মনে হয় না তুমি এই মেসেজটা দেখবা আমি কিন্তু তোমাকে সবসময় দেখি তুমি হয়তো আমার দেখনা তোমাকে দূর থেকেই দেখি ভালো লাগে কিন্তু সাহস করে ডাক দিতে পারি না 😅😅😅😅😅 আশা আশা করি এই মেসেজটা তুমি যেদিন দেখবে হয়তো তুমি অনেক পরিবর্তন হয়ে যাবে হয়তো আমাকে ভুলে যাবে আগেকার দিনগুলা অনেক
ভালো ছিল এখনো মাঝে মাঝে মনে করি হাসি কাঁদি রাগ হয় প্রচন্ড আবার আফসোস হয় যে তুমি নাম ক একজন আমারও ছিল তো কিন্তু এখন নেই ভালো থেকো দোয়া করি কিন্তু একটা কথা মনে রেখো তোমাকে সবাই
ভালবাসতে পারবে কিন্তু আমার মত নয় আর আমি দোয়া করি আমার মত কেউ আর তোমাকে ভালবাসতে পারবে না পারে এখন তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি
আর আগামীতেও বাসবো,,,,,,,,,,,,,, 😅😅
আমি তো তোমায় আগে কখনো ভালোবাসিনি তুমি তো আমায় বলেছিলে তোমায় ভালোবাসি আমি তাহলে কেন আজ আমায় ছেড়ে গেলে আসলে সব কিছু করলে তুমি মাঝখান থেকে দোষটা দিলে আমায় যে ভুলটা সব ছিল ওই লোকটার কিন্তু বিশ্বাস করো এই কথাটা শোনার পর ভালোবাসা ছিল তাও তোমার প্রতি কিন্তু দ্বিতীয়বার আবার রো আর একটা মিথ্যা অপবাদ দেওয়ার পর তোমার কাছ থেকে ভালোবাসা উঠে গেছে আর হয়তো তুমি আমায় পাবে না তুমি চাইলেও পাবে না কারণ একবার যার উপর থেকে বিশ্বাস উঠে যায় সেই বিশ্বাস অর্জুন করা খুবই কষ্ট কিন্তু আমার কাছ থেকে আর সেই বিশ্বাসটুকু অর্জন করতে পারবে না ভালো থেকো সুস্থ থেকো না পাওয়ার মহারানী আমি একটা কথাই বলতে চাই সব ভুল কইরো কিন্তু জীবনে নারীর প্রেমে পইরো না খুবই ভয়ঙ্কর নারীর মায়া যে পরছে সেই বলছে নারী জাতি বোঝা যায় না মতিগতি যেদিন তুমি পরী বা নারীর প্রেমে সেদিন বুঝবা নারী জাতি কয় রুপ ধারণ করতে পারে 🙂🙂🙂🙂😅😅😅😅😓😓🥺🥺,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি কখনোই আমার মনের গভীর অনুভূতি কষ্ট কাউকে ঠিক ভাবে বোঝাতে পারি না, মনে হয় কথাগুলো বুকের ভেতরেই আটকে থাকে কেউ বুঝতে চায় না কিংবা আমি বোঝাতে পারি না, হয়তো অনেক কথা বলা
2025-07-13 07:53:57